ঢাকা, মঙ্গলবার   ২৮ নভেম্বর ২০২৩ ||  অগ্রাহায়ণ ১৪ ১৪৩০

পিতার পথেই এগিয়ে যাচ্ছেন প্রতিমন্ত্রী শরীফ আহমেদ

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৭:৩৭, ২৮ নভেম্বর ২০২৩  

পিতার পথেই এগিয়ে যাচ্ছেন প্রতিমন্ত্রী শরীফ আহমেদ

পিতার পথেই এগিয়ে যাচ্ছেন প্রতিমন্ত্রী শরীফ আহমেদ

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ১৪৭ ময়মনসিংহ-২ ফুলপুর-তারাকান্দা আসনে নৌকার মনোনয়ন পেয়েছেন ফুলপুর উপজেলা আওয়ামী লীগের আহবায়ক গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ এমপি। রবিবার বিকালে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে মনোনীত প্রার্থীদের নাম ঘোষণা করা হয়।

জানা যায়, এবার দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ-২ আসনের জন্য হাফ ডজন প্রার্থী আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পাওয়ার প্রত্যাশায় মনোনয়ন ফরম সংগ্রহ করে জমা দেন। সব জল্পনা কল্পনা, আলোচনা ও গুঞ্জনের অবসান ঘটিয়ে এই আসনে নৌকার মনোনয়ন পেয়েছেন শরীফ আহমেদ এমপি।

গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ বলেন, তৃতীয়বারের ন্যায় আওয়ামী লীগের মনোনয়ন পাওয়ায় বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা এবং আমার এলাকার সকলের প্রতি কৃতজ্ঞতা জানাই। শেখ হাসিনার একজন ক্ষুদ্র সেবক হিসেবে ফুলপুর-তারাকান্দার উন্নয়নে কাজ করেছি। গত ১০ বছরে সাধারণ মানুষের ব্যাপক ভালোবাসা অর্জন করেছি। যতটুকু সাধ্য হয়েছে দুই উপজেলাকে মডেল ও ডিজিটাল হিসেবে গড়ে তুলতে কাজ করেছি। তাই দল আমাকে মূল্যায়ন করেছে।

তিনি আরও বলেন, আমার এবং আমার পরিবারের প্রতি প্রধানমন্ত্রীর আস্থা ও বিশ্বাস রয়েছে বলেই তৃতীয়বার আমাকে মনোনয়ন দিয়েছেন। এজন্য প্রধানমন্ত্রীর প্রতি আমৃত্যু কৃতজ্ঞতা। আশা করি, জনগণ আমাকে নৌকা মার্কায় বিপুল ভোটের মাধ্যমে আবারও জয়ী করবেন।

ফুলপুর উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম আহবায়ক ও সাবেক ভাইস চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ হাবিবুর রহমান অভিনন্দন জানিয়ে বলেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার বিশ্বস্ত সৈনিক ফুলপুর-তারাকান্দার উন্নয়ন ও শান্তির প্রতীক গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ এমপি টানা তৃতীয়বারের মতো মনোনয়ন পাওয়ায় উপজেলাবাসী আনন্দিত ও উচ্ছ্বসিত। আমাদের প্রত্যাশা উন্নয়ন কর্মকাণ্ড অব্যাহত রাখতে আগামীতেও প্রধানমন্ত্রী তাঁকে মন্ত্রী পরিষদের সদস্য করবেন। একুশে পদকপ্রাপ্ত ভাষা সৈনিক মরহুম শামছুল হক একবারের উপজেলা চেয়ারম্যান ও পাঁচবার আওয়ামী লীগের মনোনয়নে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। তিনিও পিতার অর্জনের কাছাকাছি সেই পথে এগিয়ে যাচ্ছেন।

দীর্ঘ তিন দশক ধরে শামছুল হকের পরিবার আওয়ামী লীগের রাজনীতিতে জনপ্রিয়তার সাথে মাঠ দাপিয়ে বেড়াচ্ছে। এদিকে শরীফ আহমেদ মনোনয়ন পাওয়ার খবরে অভিনন্দন জানিয়েছেন ফুলপুর-তারাকান্দা উপজেলা আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতা, সামাজিক-সাংস্কৃতিক সংগঠন ছাড়াও সাধারণ মানুষ। নৌকা পাগল সাধারণ জনগণ রাস্তায় নেমে আনন্দ মিছিল করছেন, সেই সাথে একে অপরকে মিষ্টিমুখ করাচ্ছেন।

আরও পড়ুন
সারাদেশ বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়