ঢাকা, বুধবার   ২৯ নভেম্বর ২০২৩ ||  অগ্রাহায়ণ ১৫ ১৪৩০

সিসিএল নিয়ে যা বললেন দীঘি

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১১:৪৩, ২ অক্টোবর ২০২৩  

দীঘি

দীঘি

সেলিব্রেটি ক্রিকেট লিগ নিয়ে সমালোচনার শেষ নেই। বিশেষ করে মারামারির ঘটনার পর থেকে সিসিএল নিয়ে যা খুশি মন্তব্য করছেন নেটিজেনরা। এমনকি অংশগ্রহণকারীদের কেউ কেউ এখন এই লিগকে সেলিব্রেটি ক্রিকেট লিগ স্বীকার করতে নারাজ।

রাজধানী এক হোটেলে ‘মুজিব: একটি জাতির রূপকার’ সিনেমার মুক্তি উপলক্ষে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছিল। সেখানে গণমাধ্যমকর্মীদের সঙ্গে কথোপকথনের সময় সিসিএল নিয়ে কথা বলেন দীঘি।

এ সময় সিসিএল নিয়ে দীঘি বলেন, “সিসিএল- এ সিনেমার আর্টিস্ট কয়জন আছে, আমাদের বড় পর্দার আর্টিস্ট কয়জন ছিল? সেলিব্রেটি ক্রিকেট লিগ হওয়া উচিত ছিল সেলিব্রেটিদের নিয়েই। আমি যাকে দেখবো, তাকেই যেন চিনতে পারি! এখানে যদি ডিওপি, এডিটর, এডি- এরা যদি ঢুকে পড়ে তাহলে তাদের খেলা কেনই বা দেখবে মানুষ?”

সিসিএলে বড়পর্দার অভিনয়শিল্পীদের সংখ্যা কম ছিল উল্লেখ করে, “সিসিএলে দেখেছি ছোট পর্দার অনেক মানুষ। ছোট পর্দার মানুষ থাকা কোনো খারাপ না, তারাও সেলিব্রেটি। কিন্তু বড় পর্দা থেকে মানুষ না নেয়াটা খারাপ। বড় পর্দার মানুষ টিমে থাকলে তাকে বসিয়ে রেখে অন্যান্য মানুষকে খেলানোটা খারাপ।”

সবশেষে দীঘি বলেন, “সামনে এরকম টুর্নামেন্ট হলে আয়োজকদের আরো বেশি দায়িত্বশীল হওয়া উচিত। পুলিশ প্রটেকশান রাখা উচিত এবং সেলিব্রেটি ক্রিকেট লিগ বলতে আমরা যেটা বুঝি, সামনে টুর্নামেন্ট হলে আমি সেখানে আরো বেশি সেলিব্রেটি মুখ দেখতে চাই। কারণ আমার বাবা প্রথমদিন খেলা দেখতে গিয়ে বলেছে, এটা কোনোভাবেই সেলিব্রেটি ক্রিকেট লিগ হতে পারে না।”

সর্বশেষ
জনপ্রিয়