সনদ পুড়িয়ে ফেলা ইডেন শিক্ষার্থীকে চাকরি দিলেন পলক
নিউজ ডেস্ক

সনদ পুড়িয়ে ফেলা ইডেন শিক্ষার্থীকে চাকরি দিলেন পলক
চাকরি না পেয়ে ফেইসবুক লাইভে এসে সব শিক্ষা সনদ পুড়িয়ে সোশাল মিডিয়ায় আলোচনায় আসা ইডেন কলেজের সাবেক শিক্ষার্থী মুক্তা সুলতানাকে চাকরি দিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।
গতকাল সোমবার এক তথ্য বিবরণীতে বলা হয়, টেলিভিশনে মুক্তার সার্টিফিকেট পুড়িয়ে ফেলার বিষয়টি প্রতিমন্ত্রী দেখে তিনি মুক্তার সঙ্গে যোগাযোগ করেন এবং তার চাকরির ব্যবস্থা করেন।
মুক্তাকে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের অধীন ‘এস্টাবলিশমেন্ট অব সিকিউরড ইমেইল ফর গভর্নমেন্ট অ্যান্ড ডিজিটাল লিটারেসি সেন্টার’ প্রকল্পে ‘কন্টেন্ট ডেভেলপমেন্ট অ্যান্ড সোশ্যাল কমিউনিকেশন অফিসার’ পদে চাকরির নিয়োগপত্র দেওয়া হয়েছে। তার মাসিক বেতন হবে ৩৫ হাজার টাকা।
কিশোরগঞ্জ জেলার কটিয়াদি উপজেলার বনগ্রামের মুক্তা সুলতানা ২০১৯ সালে স্নাতকোত্তর ডিগ্রি নেন ঢাকার ইডেন কলেজ থেকে।
পাস করেও চাকরি না পাওয়ার হতাশা থেকে গত ২৩ মে ফেইসবুক লাইভে এসে অর্জিত সব একাডেমিক সার্টিফিকেট পুড়িয়ে ফেলেন তিনি।
চাকরি পাওয়ার প্রতিক্রিয়ায় মুক্তা বলেন, একজন প্রতিমন্ত্রী ফেইসবুক ভিডিও দেখে একজন নাগরিকের ক্ষোভ-দুঃখ হতাশা দূর করতে যে পদক্ষেপ নিয়েছেন তা তার কাছে ‘বিস্ময়কর’ মনে হচ্ছে।
আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের প্রতি কৃতজ্ঞতাও প্রকাশ করেন তিনি।
প্রতিমন্ত্রী পলক বলেন, “দেশের মেধাবী তরুণ-তরুণীরা যেন হতাশাগ্রস্ত না হয় এবং আত্মবিশ্বাসের সাথে এগিয়ে যেতে পারে, সেজন্য আইসিটি বিভাগ থেকে প্রশিক্ষণসহ বিভিন্নভাবে সহায়তা দেয়া হচ্ছে।
“যথাযথ শিক্ষাগ্রহণ করলে বাংলাদেশে কোনো শিক্ষিত তরুণ-তরুণী বেকার থাকবে না। তারুণ্যের মেধা ও প্রযুক্তির শক্তিকে কাজে লাগিয়ে নিজেকে তৈরি করতে পারলে চাকরির পেছনে ঘুরতে হবে না। বরং, কর্মসংস্থানের ক্ষেত্র সৃষ্টি করবে।”
আইসিটি বিভাগ তরুণ-তরুণীদের প্রশিক্ষণ দিয়ে কর্মসংস্থানের ব্যবস্থা করছে এবং ভবিষ্যতেও করবে, বলেন তিনি।
- এবার আলোর মুখ দেখতে যাচ্ছে ১৬৮ কি.মি দীর্ঘ মেরিনড্রাইভ
- কলাপাড়া তাপবিদ্যুৎকেন্দ্রের ৭৫ শতাংশ কাজ শেষ, আগামী জুনে উৎপাদন
- বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন প্ল্যান্টের কাজ শুরু হয়েছে: মেয়র আতিক
- শোকের মাসের প্রথমদিনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রম প্রতিমন্ত্রীর শ্রদ্ধা
- যথাযথ মর্যাদায় জাতীয় শোক দিবস পালন করা হবে : পরিবেশমন্ত্রী
- আর্থসামাজিক উন্নয়ন করে দেশকে এগিয়ে নিতে আমরা সক্ষম : প্রধানমন্ত্রী
- সংসদে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানালেন এমপিরা
- স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে বস্ত্রশিল্প গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে
- দেশের উন্নয়নের ভিত্তি বঙ্গবন্ধুর রাজনৈতিক প্রজ্ঞা ও দূরদর্শিতা : বিদ্যুৎ প্রতিমন্ত্রী
- জাতীয় জাদুঘরে শাহাবুদ্দিনের বিশেষ শিল্প প্রদর্শনীর উদ্বোধন প্রধানমন্ত্রীর