বিএনপি নেতা আমানের আত্মসমর্পণ, কারাগারে পাঠানোর নির্দেশ

নিউজ ডেস্ক

নতুনের সাথে আমরা

প্রকাশিত : ০৩:৩০ পিএম, ১০ সেপ্টেম্বর ২০২৩ রোববার

বিএনপি নেতা আমানের আত্মসমর্পণ, কারাগারে পাঠানোর নির্দেশ

বিএনপি নেতা আমানের আত্মসমর্পণ, কারাগারে পাঠানোর নির্দেশ

হাইকোর্টের নির্দেশে আত্মসমর্পণের পর কারাগারে পাঠানো হয়েছে বিএনপি নেতা আমান উল্লাহ আমানকে। রবিবার ঢাকার বিশেষ জজ-১ আবুল কাশেমের আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন তিনি। শুনানি শেষে জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।  এরআগে, দুপুর সোয়া ১২টার দিকে আদালতে হাজির হন আমান।  

২০০৭ সালের ২১ জুন বিশেষ জজ আদালতের রায়ে আমানকে ১৩ বছরের ও সাবেরাকে তিন বছরের কারাদণ্ড দেওয়া হয়। গত ৩০ মে সেই রায়ের বিরুদ্ধে আপিল পুনঃশুনানি শেষে তাদের দণ্ড বহাল রেখে রায় দেন বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি খিজির হায়াতের হাইকোর্ট বেঞ্চ।  

রায় পাওয়ার দুই সপ্তাহের মধ্যে তাদের বিচারিক আদালতে আত্মসমর্পণ করতে বলা হয়। গত ৭ আগস্ট সেই রায় প্রকাশ হয়।