শাহজালালে নতুন আরেকটি রানওয়ে নির্মাণের সিদ্ধান্ত

অনলাইন ডেস্ক

নতুনের সাথে আমরা

প্রকাশিত : ০৯:২২ এএম, ১৯ সেপ্টেম্বর ২০২৩ মঙ্গলবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীদের বিশ্বমানের সেবা নিশ্চিতে নতুন আরেকটি রানওয়ে নির্মাণের সিদ্ধান্ত হয়েছে। নতুন রানওয়ের দৈর্ঘ্য হবে প্রায় ৩ হাজার ৩০০ মিটার। এতে কম সময়েই ফ্লাইট পরিচালনা বাড়বে বলে জানিয়েছে সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ।

বছরে প্রায় দুই কোটির বেশি যাত্রী সেবার লক্ষ্য নিয়ে উন্নয়ন কাজ চলছে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে।  উন্নয়ন কাজ শেষ হলে ১৫০টি ফ্লাইটের পরিবর্তে দ্বিগুণ ফ্লাইট পরিচালনা সম্ভব হবে বলে দাবি করছে কর্তৃপক্ষ।

সূত্র বলছে, অত্যাধুনিক টার্মিনাল, বিশ্বমানের অবকাঠামো ও বিস্তৃত পরিসরের পরও শাহজালাল বিমানবন্দরে সিঙ্গেল রানওয়ে না থাকা একটি বড় সংকট। তবে এমন পরিস্থিতিতে স্বয়ংসম্পূর্ণ আরেকটি রানওয়ে নির্মাণের পর্যাপ্ত জায়গা নেই শাহজালাল বিমানবন্দরে।

এ অবস্থায় একটি ডিপেন্ডেন্ট রানওয়ে নির্মাণের সিদ্ধান্ত নেয়া হয়েছে। ইতোমধ্যে প্রথম ধাপের সমীক্ষা শেষ হয়েছে। দ্বিতীয় ধাপের সম্ভাব্য সমীক্ষার পর আগামী বছরের শেষে এর নির্মাণ কাজ শুরু হবে। প্রস্তাবিত দ্বিতীয় এ রানওয়ের দৈর্ঘ্য হবে ৩ হাজার ৩০০ মিটার। যা বর্তমান রানওয়ের চেয়ে দৈর্ঘ্যে ৪০০ মিটার কম।