কিশোরগঞ্জ জেলার কুলিয়ারচরে পাঁচ দিনব্যাপী বায়োগ্যাস প্রশিক্ষণ কোর্স শুভ উদ্বোধন

অনলাইন ডেস্ক

নতুনের সাথে আমরা

প্রকাশিত : ০৯:৫৫ পিএম, ২৩ জানুয়ারি ২০২৪ মঙ্গলবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

“স্মার্ট যুব সমৃদ্ধ দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ” এ প্রতিপাদ্য বিষয়টি সামনে রেখে কিশোরগঞ্জের কুলিয়ারচরে দারিদ্র বিমোচনের লক্ষ্যে ব্যাপক প্রযুক্তি নির্ভর সমন্বিত সম্পদ ব্যবস্থাপনা (ইমপ্যাক্ট) ৩য় পর্যায়ের (১ম সংশোধিত) শীর্ষক প্রকল্পের সমন্বিত পারিবারিক খামার স্থাপন ও সম্প্রসারণ এবং বায়োগ্যাস প্রযুক্তি বিষয়ক ৫ দিন ব্যাপী প্রশিক্ষণ কোর্স শুভ উদ্বোধন করেছেন, প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফারজানা আলম।

এতে সভাপতিত্ব করেন কিশোরগঞ্জ জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক (অ. দা.) জেড এ শাহাদাত হোসেন।

উপজেলা পরিষদ হলরুমে পাঁচ দিনব্যাপী এ প্রশিক্ষণ কোর্স শুভ উদ্বোধন করা হয়।

শুভ উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ দেলোয়ার হোসেন।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ প্যানেল চেয়ারম্যান সৈয়দ নূরে আলম, কিশোরগঞ্জ জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী পরিচালক মো. কামাল উদ্দিন আহমেদ, উপজেলা কৃষি কর্মকর্তা মো. আব্দুল্লাহ আল মামুন, কুলিয়ারচর প্রেসক্লাবের আহবায়ক সদস্য মো. নাঈমুজ্জামান নাঈম ও প্রশিক্ষক মো. তানভীর।