৭ মার্চের কবিতা : একটি তর্জনী ও বাংলাদেশ

নিউজ ডেস্ক

নতুনের সাথে আমরা

প্রকাশিত : ০১:৩৩ পিএম, ৭ মার্চ ২০২৪ বৃহস্পতিবার

৭ মার্চের কবিতা : একটি তর্জনী ও বাংলাদেশ

৭ মার্চের কবিতা : একটি তর্জনী ও বাংলাদেশ

একটি তর্জনীর ইশারায় পথ খুঁজে পেয়েছিল বাঙালি;
একটি বজ্রকণ্ঠে উজ্জীবিত হয়েছিল পুরো জাতি—
মাঠে-ময়দানে নেমেছিল স্বাধীনতাকামী জনতার স্রোত।

একজন বঙ্গবন্ধু স্বপ্ন দেখেছিলেন বলেই পেয়েছি লাল-সবুজের পতাকা;
একজন নেতার চোখের ইশারায় রচিত হয়েছে মানচিত্র।

একটি তর্জনী মানেই বাংলাদেশ—
একজন বঙ্গবন্ধু মানেই স্বাধীন দেশ;
ত্রিশ লক্ষ শহীদের রক্ত—
অগণিত মা-বোনের সম্মানই বাংলাদেশ।

আমাদের সোনার বাংলা
জীবনানন্দের রূপসী বাংলা
পল্লীকবির নকশীকাঁথার মাঠই বাংলাদেশ—

আমি ভালোবাসি একটি তর্জনী ও বাংলাদেশ
আমি ভালোবাসি বঙ্গবন্ধু শেখ মুজিব।