এআই ইমেজ এডিটর যুক্ত হচ্ছে হোয়াটসঅ্যাপে

নিউজ ডেস্ক

নতুনের সাথে আমরা

প্রকাশিত : ০১:১২ পিএম, ২৬ মার্চ ২০২৪ মঙ্গলবার

এআই ইমেজ এডিটর যুক্ত হচ্ছে হোয়াটসঅ্যাপে

এআই ইমেজ এডিটর যুক্ত হচ্ছে হোয়াটসঅ্যাপে

মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপে আরও একটি দুর্দান্ত নতুন ফিচার আসছে। প্ল্যাটফর্মটিতে যুক্ত হচ্ছে এআই ইমেজ এডিটর। খুব শিগগির এআই ফিচার যুক্ত ইমেজ এডিটিং টুল পাবেন হোয়াটসঅ্যাপে।

নতুন এই ফিচারের মাধ্যমে হোয়াটসঅ্যাপে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সাহায্যে ছবি এডিট করার সুযোগ পাবেন ব্যবহারকারীরা। এমনই একটি ফিচার নিয়ে হোয়াটসঅ্যাপ সংস্থা কাজ শুরু করেছে। মূলত আর্টিফিশিয়াল টেকনোলজির সাহায্যে ছবির ব্যাকড্রপ, রিস্টাইল এবং এক্সপ্যান্ড- এইসব করা যাবে।

যদিও এআই প্রযুক্তির সাহায্যে ছবি এডিটের এই ফিচার কবে হোয়াটসঅ্যাপে চালু হবে তার নির্দিষ্ট দিনক্ষণ এখনও জানা যায়নি। তবে অনুমান করা হচ্ছে, এই ফিচার চালু হলে ব্যবহারকারীরা তাদের ছবির গুণমান বিভিন্ন নিরিখে এআই প্রযুক্তির সাহায্যে বাড়াতে পারবেন।

অ্যানড্রয়েডের ক্ষেত্রে লেটেস্ট বিটা আপডেট ২.২৪.৭.১৩ ভার্সনে এই ফিচার পাওয়া যাবে। এআই ভিত্তিক ছবি এডিটের এই ফিচার নিয়ে এখনো কাজ চলছে।