কবিতা পর্ব : ক্বলবের মজমা

নিউজ ডেস্ক

নতুনের সাথে আমরা

প্রকাশিত : ০২:৩১ পিএম, ৩ এপ্রিল ২০২৪ বুধবার

কবিতা পর্ব : ক্বলবের মজমা

কবিতা পর্ব : ক্বলবের মজমা

ক্বলবের মজমা

মেঘের মতো উড়তে উড়তে হটাৎ আমি
উঠে যাই দীগন্তের নীলিমায়,
উড়ে যাই মহাকাশের মৃত্তিকার শিকড় ছিঁড়ে,

আমার পায়ের নিচে তখন স্বর্গের সোপানরা
চিৎকার করে বলে ওঠে—আমরা দৃষ্টিবান!!
আমি জানি তাঁরা আদতে দেখে না,
যদিও দেখার ভান করে থাকে চিরকাল।