ঈদের ছুটিতে বঙ্গবন্ধু টানেলের আয় ৮১ লাখ টাকা

নিউজ ডেস্ক

নতুনের সাথে আমরা

প্রকাশিত : ০২:১৩ পিএম, ১৬ এপ্রিল ২০২৪ মঙ্গলবার

ঈদের ছুটিতে বঙ্গবন্ধু টানেলের আয় ৮১ লাখ টাকা

ঈদের ছুটিতে বঙ্গবন্ধু টানেলের আয় ৮১ লাখ টাকা

এবার ঈদুল ফিতরের ছুটিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলে টোল আদায় হয়েছে ৮০ লাখ ৯৭ হাজার ৭৫০ টাকা। যানবাহন চলাচল করেছে ৩৩ হাজার ৭৭৩টি। তবে এই যানবাহনের মধ্যে অধিকাংশই পর্যটকবাহী। পর্যটকবাহী এই গাড়িগুলো ঈদের দিন থেকে চলাচল করেছে।

বিষয়টি নিশ্চিত করে বঙ্গবন্ধু টানেলের সহকারী প্রকৌশলী (টোল ও ট্রাফিক) তানভীর রিফা জানান, ঈদের আগে ও পরে এক সপ্তাহে টানেল দিয়ে যান চলাচল ও টোল আদায়ের তথ্য এটি।

উল্লেখ্য, গত বছরের ২৮ অক্টোবর উদ্বোধন হয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল। ১০ হাজার ৩৭৪ কোটি ৪২ লাখ টাকা ব্যয়ে এই টানেল উদ্বোধনের পর দৈনিক ১৭ হাজার ২৬০ এবং বছরে ৭৬ লাখ যানবাহন চলাচলের সংবাদ প্রচার করা হয়। এতে বছরে ০.১৬৬ শতাংশ প্রবৃদ্ধি বাড়াতেও সাহায্য করবে বলে সেতু মন্ত্রণালয় জানায়। তবে টানেলের আনোয়ারা প্রান্তে সড়কের কাজ সম্পন্ন না হওয়া এবং টানেল নিয়ে বিকল্প নতুন সড়ক না হওয়ায় যানবাহন চলাচল বাড়ছে না। এতে করে টানেলের কাঙ্খিত আয়ও পূরণ হচ্ছে না বলে জানা যায়।