তিন সেকেন্ডেই ৩ লাফে সীমানা পার ৩ দেশের! কোথায় রয়েছে এই জায়গা?

নিউজ ডেস্ক

নতুনের সাথে আমরা

প্রকাশিত : ০২:৩৭ পিএম, ২২ এপ্রিল ২০২৪ সোমবার

তিন সেকেন্ডেই ৩ লাফে সীমানা পার ৩ দেশের! কোথায় রয়েছে এই জায়গা?

তিন সেকেন্ডেই ৩ লাফে সীমানা পার ৩ দেশের! কোথায় রয়েছে এই জায়গা?

ভ্রমণের শখ রয়েছে আপনার? দেশ-বিদেশ ঘুরে দেখার শখ? তবে কিন্তু এখবর আপনাকে পড়তেই হবে। শুধুমাত্র লাফ মেরেই একসঙ্গে ভ্রমণ করতে পারবেন তিনটি দেশ। না কল্পনা নয়, একেবারেই সত্যি। কোথায় সম্ভব হবে এমনটা?বিদেশ ভ্রমণ মানেই দীর্ঘ মাসের প্রস্তুতি, দীর্ঘ পরিকল্পনা। তবে এমন এক জায়গা রয়েছে যেখানে গেলে আপনি আরও দুই দেশ ভ্রমণ করতে পারবেন নিমেষেই। এক লাফে! সম্প্রতি এমন বিস্ময়কর কাজ করছেন এক মহিলা। মাত্র ৩ লাফেই পার করেছেন তিন দেশের সীমানা। ভাবছেন কোথায় রয়েছে সেই দেশ? নিশ্চয় মনে হচ্ছে এমনটা আবার সম্ভব নাকি? কল্পনা নয় তো? জেনে রাখা ভালো মোটেও বিষয়টি কাল্পনিক নয়, একেবারেই সত্যি।Instagram ব্যবহারকারী Rox on a Journey (@roxonajourney) প্রায়শই ভ্রমণ বিষয়ক বিভিন্ন তথ্য তুলে ধরেন তাঁর পেজে। সম্প্রতি নিজের পেজে একটি ভিডিয়ো পোস্ট করেছেন তিনি, যা মুহূর্তে ভাইরাল হয়েছে। ভিডিয়োটিতে তিনি এমন এক জায়গায় উপস্থিত রয়েছেন যেখানে দেখা যাচ্ছে মাত্র তিন লাফে ৩টি দেশের সীমানা পেরোচ্ছেন তিনি। মহিলার পিছনের গাছের সারি। একটি গোলাকার সীমারেখা টানা জায়গায় লাফ দিতে দেখা যায় তাঁকে।কোথায় রয়েছে এমন জায়গা?
এটি হল সেই জায়গা যেখানে জার্মানি, নেদারল্যান্ডস এবং বেলজিয়ামের সীমারেখা একে অপরকে স্পর্শ করেছে। এই সীমানা অবশ্য ভারত-পাকিস্তানের মতো উত্তেজনাপূর্ণ নয়। এসব দেশের সীমানা সহজেই অতিক্রম করা যায়। তিনটি দেশের মধ্য়ে এমন একটি জায়গা রয়েছে যেখানে তিন দেশের সীমারেখা একে অপরের সঙ্গে মিলিত হয়েছে। নেদারল্যান্ডসের লিমবুর্গ প্রদেশে ভ্যালস নামে একটি ছোট শহর তিন দেশের সীমারেখা মিলিত হয়েছে। ৩২৩ মিটার উচ্চতায় অবস্থিত, এটি নেদারল্যান্ডসের সর্বোচ্চ বিন্দু। এটি অন্য়তম জনপ্রিয় পর্যটন স্পট। এই জায়গার মাঝখানে একটি থাম রয়েছে যার একপাশে N লেখা যা বোঝাচ্ছে নেদানেদারল্যান্ডসকে, একপাশে B লেখা যা বেলজিয়ামের প্রতিনিধিত্ব করে এবং একপাশে G লেখা যা জার্মানিকে বোঝায়।ইতিমধ্য়েই ভাইরাল হওয়া ভিডিয়োটি ৩২ লাখের বেশি ভিউ পেয়েছে। নেটিজেনরা একাধিক প্রতিক্রিয়াও জানিয়েছেন। একজন নিজের অভিজ্ঞতার কথা শেয়ার করে লিখেছেন, তিনিও ওই জায়গাটি গিয়ে তিন দেশের সীমানা অতিক্রম করার আনন্দ উপভোগ করেছিলেন।একজন আবার লিখেছেন, ' উত্তর ও দক্ষিণ কোরিয়ার মধ্যে কি একই রকম কিছু ঘটতে পারে?' সামনেই বিদেশ ভ্রমণের প্ল্যান থাকলে কিন্তু আপনিও এই জায়গায় একবার ঢুঁ মেরে আসতে পারেন। মাত্র তিন সেকেন্ডে, তিন লাফে, তিন দেশের সীমারেখা পারের এক দারুণ অভিজ্ঞতা সঞ্চয় করে রাখতে পারবেন আপনার ঝুলিতে, আজীবন।