নিজের নারী কেলেঙ্কারি ঠেকাতে সাংবাদিক পেটান রনি

নিউজ ডেস্ক

নতুনের সাথে আমরা

প্রকাশিত : ১০:৪৪ এএম, ২৬ এপ্রিল ২০২৪ শুক্রবার

নিজের নারী কেলেঙ্কারি ঠেকাতে সাংবাদিক পেটান রনি

নিজের নারী কেলেঙ্কারি ঠেকাতে সাংবাদিক পেটান রনি

পটুয়াখালীর ছেলে হয়েও ঢাকায় এক রাজত্ব গড়ে তোলা সাইলেন্ট কিলার গোলাম মাওলা রনি। আওয়ামী লীগে অনুপ্রবেশকারী হয়ে শক্তি সঞ্চয় করে ফিরে গেছে নিজের পুরনো ঠিকানা বিএনপি-জামায়াতের ছত্রছায়ায়। নানান অপকর্মের রেকর্ডধারী এই রনি সাংবাদিক পেটানোয় বেশ সিদ্ধহস্ত।

ঘটনাটি ২০১৩ সালের। রাজধানীর তোপখানা রোডের মেহেরবা প্লাজায় অফিস খুলে বসেন গোলাম মাওলা রনি। ওয়েটিং রুমে সাক্ষাতের জন্য অপেক্ষা করছিলেন বেসরকারি টেলিভিশন ইনডিপেন্ডেন্টের দুই সাংবাদিক। তাদের হাতে ছিল ক্যামেরা। এ সময় কার্যালয়ের একটি সুরক্ষিত কক্ষে বিএনপি ঘরনার কয়েকজন উঠতি মডেল নিয়ে একান্তে সময় কাটাচ্ছিলেন তিনি। সিসি ক্যামেরার মনিটরে সাংবাদিকদের দেখে রুম থেকে বাহির হয়ে তাদের ওপর চড়াও হন রনি। ‘এটা প্রাইভেট অফিস, এখানে এপয়েন্টমেন্ট ছাড়া এসেছেন কেনো’ উল্লেখ করে সাংবাদিকদের সাথে বাকবিতণ্ডার এক পর্যায়ে শুরু করেন এলোপাথাড়ি মারধর।

ভেঙে ফেলা হয় ক্যামেরা ও অনন্য সরঞ্জাম। আহত হয়ে হাসপাতালে ভর্তি হয় সাংবাদিক মোহসিন মুকুল। ঘটনার দিনই দুপক্ষই পাল্টাপাল্টি মামলা দায়ের করে। এছাড়া সাংবাদিক নেতারা গোলাম মাওলা রনির সংসদ সদস্যপদ বাতিলের দাবি তুলেন। সাংবাদিকদের করা মামলায় কারাভোগ করেন তৎকালীন সাংসদ গোলাম মাওলা রনি।

জানা গেছে, ওই সময় নিজ অফিসের সুরক্ষিত কক্ষে বিএনপি ঘরনার কয়েকজন উঠতি মডেল নিয়ে আপত্তিকর অবস্থায় ছিলেন রনি। গোপন সংবাদের ভিত্তিতে রনির কার্যালয়ে ক্যামেরাসহ দুইজন সাংবাদিক উপস্থিত হলে সিসি ক্যামেরায় তাদের দেখে মাথা বিগড়ে যায় রনির। এমন ঘনিষ্ঠ মুহূর্তে ভাটা পড়ায় রুম থেকে বের হয়ে সমস্ত রাগ ঢালেন সাংবাদিকদের ওপর।

এই ঘটনার জের ধরে পরবর্তীতে আওয়ামী লীগ থেকে বহিষ্কার হন এই লম্পট। তবে সাংবাদিকদের কারণে যেহেতু তিনি আওয়ামী লীগ থেকে বহিষ্কার হয়েছেন, তাই সুযোগ পেলে সাংবাদিকদের দেখে নেওয়ারও হুমকি দেন রনি। এরপর ২০১৮ সালে নির্বাচনের ঠিক আগমুহূর্তে বিএনপিতে যোগ দেন তিনি।

পরবর্তীতে আবারও নির্বাচনী প্রচারণায় স্থানীয় সাংবাদিকদের উপর চড়াও হন রনি। এছাড়া নিজের অপকর্মের যত আস্তানা আছে তা কখনোই কারো সামনে আনেননি তিনি। মূলত নিজের নারী কেলেঙ্কারির ঘটনা প্রকাশের কারণেই সাংবাদিকদের প্রতি ক্ষোভ রনির।