বুদ্ধির খেলায় হেরে যাওয়ায় রেগে আগুন পন্টিং-সৌরভ

নিউজ ডেস্ক

নতুনের সাথে আমরা

প্রকাশিত : ০৭:১৫ পিএম, ২৯ মার্চ ২০২৪ শুক্রবার

বুদ্ধির খেলায় হেরে যাওয়ায় রেগে আগুন পন্টিং-সৌরভ

বুদ্ধির খেলায় হেরে যাওয়ায় রেগে আগুন পন্টিং-সৌরভ

আইপিএলের ১৭তম আসরের শুরুটা মোটেও ভালো হয়নি দিল্লি ক্যাপিটালসের। আসরের প্রথম ম্যাচেই পাঞ্জাবের কাছে হারে তারা। এরপর নিজেদের দ্বিতীয় ম্যাচেও রাজস্থানের কাছে হেরেছে রিশাভ পান্টের দল। এর সঙ্গে বুদ্ধির খেলাতেও হেরেছেন রিকি পন্টিং ও সৌরভ গাঙ্গুলিরা। আর তাতেই রেগে আগুন দিল্লির কোচ ও ডিরেক্টর।

বৃহস্পতিবার জয়পুরে আগে ব্যাটিংয়ে নেমে ১৮৫ রান সংগ্রহ করে রাজস্থান রয়্যালস। জবাবে ১৭৩ রানে থামে দিল্লির ইনিংস। টানা দুই হারে কোথায় দিল্লির ব্যর্থতার জায়গা নিয়ে আলোচনা হবে, তা নয়। সেসব ছাপিয়ে ম্যাচের চতুর্থ আম্পায়ারের সঙ্গে বিতর্ক করে আলোচনায় দলটির কোচ রিকি পন্টিং ও টিম ডিরেক্টর সৌরভ গাঙ্গুলী।

ঘটনা দিল্লি ইনিংসের শুরুতেই। লক্ষ্য তাড়ায় শুরুতেই ডাগআউটে চতুর্থ আম্পায়ার মদনগোপাল কাপুরাজের সঙ্গে বিতর্কে জড়ান পন্টিং। সেখানে ছিলেন সৌরভ গাঙ্গুলীও। খেলাও বন্ধ থাকল কিছুক্ষণ। কাপুরাজ পন্টিংকে কিছু একটা বোঝাতে চাচ্ছেন। কিন্তু পন্টিং-সৌরভ সেটা বুঝলে হয়। একসময় ক্ষুব্ধ পন্টিং সেখান থেকে ডাগআউটে ফিরে যান।

পরে জানা যায়, রাজস্থানের বিপক্ষে নিয়মভঙ্গের অভিযোগ এনেছিল দিল্লি। মাঠে চার বিদেশি রাখা গেলেও রাজস্থানের বিপক্ষে পাঁচজন বিদেশি নামিয়ে দেওয়ার অভিযোগ এনে আম্পায়ারের সঙ্গে বিতণ্ডায় জড়িয়েছিলেন পন্টিং-সৌরভ।

আসলেই কি রাজস্থান আইপিএলের নিয়ম মানেনি? ম্যাচের দিকে তাকানো যাক। দিল্লির বিপক্ষে কাল তিন বিদেশি নিয়ে একাদশ সাজিয়েছিল রাজস্থান। ব্যাটিংয়ের সময় জস বাটলার, শিমরন হেটমায়ার ও ট্রেন্ট বোল্ট ছিলেন একাদশে। এরপর ফিল্ডিংয়ের সময় হেটমায়ারের পরিবর্তে ‘ইমপ্যাক্ট’ বদলি হিসেবে নান্দ্রে বার্গারকে নামায় রাজস্থান। 

এই পর্যন্ত সব ঠিকঠাকই ছিল। কিন্তু সমস্যা বাধে রাজস্থানের ফিল্ডিংয়ের সময় রায়ান পরাগ উঠে যাওয়ার পর। প্রথমে ব্যাটিংয়ে নেমে ৪৫ বলে অপরাজিত ৮৫ রানের দুর্দান্ত ইনিংস খেলেছেন পরাগ। ক্লান্ত ছিলেন বলেই কি না, তার পরিবর্তে রভম্যান পাওয়েলকে ফিল্ডিংয়ে নামায় রাজস্থান। দিল্লির অভিযোগটা মূলত এখানেই। এটা নিয়েই চতুর্থ আম্পায়ারের সঙ্গে লেগেছিল পন্টিং-সৌরভের।

দিল্লির কোচ ও টিম ডিরেক্টরের মতে, এক ম্যাচে চারজনের বেশি বিদেশি খেলাতে পারবে না কোনো দল। কিন্তু রাজস্থান পাওয়েলসহ পাঁচ বিদেশি ক্রিকেটারকে মাঠে নামিয়েছে। এটি নিয়ম বহির্ভূত মনে করেছে দিল্লি।

যদিও চতুর্থ আম্পায়ার পন্টিং-সৌরভকে বোঝাচ্ছিলেন, রাজস্থান নিয়মের বাইরে কোনো কিছুই করেনি। এসব মানতে নারাজ পন্টিং-সৌরভ। একটা পর্যায়ে ক্ষুব্ধ হয়ে ডাগ আউটে ফিরে যান দুজনে।

আইপিএলের ১.২.৫ এর ধারা অনুযায়ী, কোনো দল ম্যাচের শুরুর একাদশে চারজনের বেশি বিদেশি খেলোয়াড় রাখতে পারবে না। ধারা ১.২.৬ অনুসারে, একই সময়ে একটি দল মাঠে চারজনের বেশি বিদেশি রাখতে পারবে না। যদি একটি দল সর্বোচ্চ চারজন ক্রিকেটারকে একাদশে রাখে, সেক্ষেত্রে একজন বিদেশির পরিবর্তে কেবল ফিল্ডার হিসেবে আরেকজন বিদেশি নামানো যাবে ওই বিদেশির জায়গায়।

রাজস্থান মূলত ১.২.৬ ধারার সুযোগটাই নিয়েছে। কারণ তিনজন বিদেশি নিয়ে একাদশ সাজানো দলটির হেটমায়ার উঠে ইমপ্যাক্ট বার্গার নামলেও তখন পর্যন্ত মাঠে থাকা বিদেশির সংখ্যা ছিল তিনজন। তাই পরাগের পরিবর্তে পরে পাওয়েল নামলেও বিদেশির সংখ্যা চারই থেকেছে।