আজ আকাশে দেখা মিলবে গোলাপী চাঁদ

নিউজ ডেস্ক

নতুনের সাথে আমরা

প্রকাশিত : ০৪:২৮ পিএম, ২৩ এপ্রিল ২০২৪ মঙ্গলবার

আজ আকাশে দেখা মিলবে গোলাপী চাঁদ

আজ আকাশে দেখা মিলবে গোলাপী চাঁদ

আজ ২৩ এপ্রিল ২০২৪ মঙ্গলবার চৈত্র পূর্ণিমা। আকাশে দেখা যাবে এ বছরের সবচেয়ে বড় এবং সবচেয়ে উজ্জ্বল চাঁদ। চৈত্র পূর্ণিমার চাঁদকে গোলাপী চাঁদ বা পিংক মুন অথবা সুপার মুনও বলা হয়ে থাকে।আসলে চৈত্র পূর্ণিমায় চাঁদ পৃথিবীর অনেক বেশি কাছে চলে আসে। ফলে এদিন পৃথিবী থেকে চাঁদকে দেখতে বেশি উজ্জ্বল ও বড় লাগে। এই বিশেষ পূর্ণিমাটি মার্চ মাসে চন্দ্রগ্রহণের ঠিক এক মাস পরে ঘটে।

জ্যোতির্বিজ্ঞানীরা জানিয়েছেন, চাঁদের রঙ গোলাপী নয়। তবে চাঁদের গোলাপী আভার প্রতিফলন মানুষের চোখে এসে পড়বে বলে মানুষ সেটাকে গোলাপী চাঁদ হিসেবেই দেখবে। তবে এটা দেখার জন্য চাঁদ ও পৃথিবীর মধ্যে গড় দূরত্ব হতে হবে ৩ লাখ ৫৬ হাজার ৯০৭ কিমি।

মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা জানিয়েছে, মঙ্গলবার যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ৪৯ মিনিটে সর্বোচ্চ আলো ছড়াবে। বৃহস্পতিবার সকাল পর্যন্ত চাঁদটি পূর্ণ দেখাবে।

চৈত্র মাসের পূর্ণিমা তিথি অত্যন্ত শুভ ও পবিত্র বলে মনে করেন হিন্দু ধর্মাবলম্বীরা।