কবিতা পর্ব : যুগল ফাঁসিকাঠ

নিউজ ডেস্ক

নতুনের সাথে আমরা

প্রকাশিত : ০৮:২৭ পিএম, ১৯ এপ্রিল ২০২৪ শুক্রবার

কবিতা পর্ব : যুগল ফাঁসিকাঠ

কবিতা পর্ব : যুগল ফাঁসিকাঠ

যুগল ফাঁসিকাঠ

কম বয়সী রাস্তায় পড়ে আছে শরীর
ডানা ঝাপটাই তবুও উড়তে পারি না!

উঠে বসতে চাই,
দাঁড়াতে চাই
গজাতে চাই শেকড়!

যিশু যেমন শূন্যে উঠে যায়
পাখির রূপ ধরে;
তারপর—
পাতালের শয়তানেরা তাকে
দেখবে বলে মাথা তুলে
ইচ্ছে জাগে তেমনই উঠে যাই!

পড়ে আছি কম বয়সী রাস্তায়
শূন্যে উঠে যেতে চাই
অথবা—গজাতে চাই মুক্তির শেকড়।

****