স্নাতক গণিত অলিম্পিয়াড : বৃহত্তর চট্টগ্রাম অঞ্চলে প্রথম নোবিপ্রবি শিক্ষার্থী

নিউজ ডেস্ক

নতুনের সাথে আমরা

প্রকাশিত : ০৪:৩৮ পিএম, ২৬ নভেম্বর ২০২২ শনিবার

স্নাতক গণিত অলিম্পিয়াড : বৃহত্তর চট্টগ্রাম অঞ্চলে প্রথম নোবিপ্রবি শিক্ষার্থী

স্নাতক গণিত অলিম্পিয়াড : বৃহত্তর চট্টগ্রাম অঞ্চলে প্রথম নোবিপ্রবি শিক্ষার্থী

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এ ১৩তম জাতীয় স্নাতক গণিত অলিম্পিয়াডের বৃহত্তর চট্টগ্রাম অঞ্চল পর্ব সম্পন্ন হয়েছে। গতকাল এ অলিম্পিয়াড সম্পন্ন হয়। চট্টগ্রাম অঞ্চলের ১৬টি কলেজ ও বিশ্ববিদ্যালয়ের প্রায় ১৪০ জন প্রতিযোগী অংশগ্রহণ করেন। এতে প্রথম স্থান অর্জন করেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) ফলিত গণিত বিভাগের শিক্ষার্থী মো. সায়েম। এছাড়াও বিশ্ববিদ্যালয়টির একই বিভাগের মো. সাগর নামের আরেক শিক্ষার্থী পঞ্চম স্থান অর্জন করেছেন। 

এ উপলক্ষে গতকাল বিকালে চুয়েটের শেখ কামাল আইটি বিজনেস ইনকিউবেটরের মাল্টিপারপাস ভবনের মিলনায়তনে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ই-ম্যাথের গবেষক কাজী মো. আবুল বাশার।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চুয়েটের গণিত বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. তাহমিনা আক্তার। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন গণিত অলিম্পিয়াডের সদস্য সচিব অধ্যাপক ড. উজ্জ্বল কুমার দেব। 

প্রসঙ্গত, এ অলিম্পিয়াডের সেরা ১০ শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিতব্য জাতীয় প্রতিযোগিতায় এবং পরবর্তীতে আন্তর্জাতিক অলিম্পিয়াডে অংশ নেবেন।