আজ ম্যারাডোনার রেকর্ডে ভাগ বসাবেন মেসি

স্পোর্টস ডেস্ক

নতুনের সাথে আমরা

প্রকাশিত : ০৪:৫৮ পিএম, ২৬ নভেম্বর ২০২২ শনিবার

লিওনেল মেসি এবং দিয়েগো ম্যারাডোনা

লিওনেল মেসি এবং দিয়েগো ম্যারাডোনা

কাতারে সৌদি আরবের কাছে প্রথম ম্যাচ হেরে নিজেদের বিশ্বকাপের পথটা কঠিন করে ফেলেছে আর্জেন্টিনা। আজ তাই মেক্সিকোর বিপক্ষে জয়ের বিকল্প নেই তাদের সামনে। এমন পরিস্থিতির ম্যাচেই আর্জেন্টাইন গ্রেট দিয়েগো ম্যারাডোনার পাশে বসবেন সময়ের সেরা খেলোয়াড়া আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসি। 

লুসাইলে আজ বাংলাদেশ সময় রাত ১টায় গ্রুপ পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে মেক্সিকোর মুখোমুখি হবে আর্জেন্টিনা। 

আজ মেক্সিকোর বিপক্ষে মাঠে নামবেন মেসি। আর নামার সঙ্গে সঙ্গে ম্যারাডোনার পাশেই বসবেন মেসি।

বিশ্বকাপে আর্জেন্টিনার হয়ে সর্বোচ্চ ২১ ম্যাচ খেলার রেকর্ড দিয়েগো ম্যারাডোনার।  ৯৯৮২ থেকে ১৯৯৪ বিশ্বকাপ পর্যন্ত এই ম্যাচগুলো খেলেছিলেন ৮৬ বিশ্বকাপ কিংবদন্তি। 

সৌদি আরবের বিপক্ষে আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপে নিজের ২০তম ম্যাচটি খেলেছেন মেসি। 

অর্থাৎ, আজ মেক্সিকোর বিপক্ষে মেসি মাঠে নামলে বিশ্বকাপে আর্জেন্টিনার হয়ে সর্বোচ্চ ম্যাচ খেলার রেকর্ডটি ম্যারাডোনার একার দখলে আর থাকবে না। ভাগ থাকবে মেসিরও। 

তবে সেটি সম্ভবত ‘সি’ গ্রুপে আর্জেন্টিনার শেষ ম্যাচের আগপর্যন্ত। কেননা, পোল্যান্ডের বিপক্ষে আর্জেন্টিনার শেষ ম্যাচে মেসি নামলে রেকর্ডটি পিএসজি তারকার একার দখলে চলে যাবে।

সৌদি আরবের বিপক্ষেও রেকর্ডে নাম লিখিয়েছেন মেসি। ইতিহাসের চতুর্থ খেলোয়াড় হিসেবে সর্বোচ্চ পাঁচটি বিশ্বকাপে খেলা খেলোয়াড়দের তালিকায় নাম লেখান সেদিন। 

পরে পর্তুগালের হয়ে মাঠে নেমে ক্রিস্টিয়ানো রোনালদোও এ রেকর্ডে নাম লিখিয়েছেন। তবে বিশ্বকাপে মেসির চেয়ে কম ম্যাচ খেলেছেন রোনালদো। ১৮ ম্যাচ খেলা পর্তুগিজ তারকার চেয়ে ২ ম্যাচ ব্যবধানে এগিয়ে মেসি।