কবিতা: অশ্রুময় অন্ধকার

সৌমেন্দ্র গোস্বামী

নতুনের সাথে আমরা

প্রকাশিত : ১২:৩৩ পিএম, ৩ জানুয়ারি ২০২৩ মঙ্গলবার

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

অশ্রুময় অন্ধকার

তোমার শেষ হলে অন্য কেউ শুরু করবে
আকাশেরও সীমাবদ্ধতা আছে
তোমাকেও থামতে হবে, দাঁড়াতে হবে
শীত বৃষ্টির আক্ষেপে পর্যুদস্ত মনকে নিয়ে
পাটিসাপটার আয়োজনে এগিয়ে দিতে হবে দু’মুঠো চাল
কৃষাণির কানের দুল বন্ধক থেকে গেলে
বৃথা সে পৌষ পার্বণ
বৃথা সেই আয়োজন, যেখানে লাবণ্যময় সৌরভ নেই
তুমি কেবল তুমিময়; সোনার হরিণ মনে
খ্যাতির মোহে সুযোগ ধরে উপরে উঠে যাও
চারপাশে নিঃস্তব্ধ শূন্যতা নিয়ে মিথ্যে করতালির ছন্দে
নিজেকে মহিমান্বিত ভাবো; তবে এখনই সময়-
থামার, থামবার, নিজেকে নিয়ন্ত্রণের
মনে রেখ, আকাশেরও সীমাবদ্ধতা আছে
অশ্রুময় অন্ধকারে মেঘের দিনে
সে পৃথিবীর কাছে কৃতজ্ঞতার ঋণ শোধ করে।