সাজেকে গাড়ি চলাচলের সময় পরিবর্তন, দেখুন নতুন সূচি

ভ্রমণ ডেস্ক

নতুনের সাথে আমরা

প্রকাশিত : ০১:০৭ পিএম, ১২ জানুয়ারি ২০২৩ বৃহস্পতিবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

সাজেকে পর্যটকবাহী গাড়ি ছাড়ার সময়সূচিতে পরিবর্তন আনা হয়েছে। এখন থেকে সকাল ১১টার পরিবর্তে সকাল ১০টায় ছাড়বে গাড়ি। আগে বিকেল ৩টা পর্যন্ত চললেও এখন চলবে ২টা পর্যন্ত।

নতুন সময়সূচির কথা জানিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী।

এক চিঠিতে সেনাবাহিনীর সাজেক জোন জানায়, রাঙ্গামাটির বাঘাইহাট আর্মি ক্যাম্প থেকে পর্যটকদের আসা যাওয়ার সময় এক ঘণ্টা এগিয়ে আনা হয়েছে। সাজেকের কটেজ-রিসোর্ট মালিক সমিতির আবেদনে শীতকালের জন্য এ সময় ঠিক করা হয়েছে বলে ওই চিঠিতে জানানো হয়।

এ বিষয়ে সাজেক রিসোর্ট মালিক সমিতি কর্তৃপক্ষ জানায়, মূলত পর্যটকদের সুবিধার জন্যই এ ব্যবস্থা করা হয়েছে।

বাঘাইছড়ি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রুমানা আক্তার সাংবাদিকদের বলেন, শীতের কারণে রিসোর্ট ব্যবসায়ীদের আবেদন এবং পর্যটকদের সুবিধার কথা চিন্তা করে নতুন সময় নির্ধারণ করা হয়েছে।