কিশোরগঞ্জের ভৈরবে ৩ দিনব্যাপী পিঠা উৎসব সমাপ্ত

অনলাইন ডেস্ক

নতুনের সাথে আমরা

প্রকাশিত : ১০:৩২ এএম, ২৯ জানুয়ারি ২০২৩ রোববার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

সমাপ্ত হলো ভৈরবে ৩ দিনব্যাপী পিঠা উৎসবের। হারিয়ে যাওয়া গ্রাম বাংলার বাহারী পিঠার ঐতিহ্য ফিরিয়ে আনতে পিঠা উৎসবের আয়োজন করে। গতকাল ২৮ জানুয়ারি শনিবার ভৈরব রাজকাচারী প্রাঙ্গনে বিকাল ৪টা থেকে এ সমাপনী অনুষ্ঠান শুরু হয়।

উপচে পড়া ভিড়ে দর্শনার্থী সারি সারিভাবে দাঁড়িয়ে পিঠার স্টলগুলো থেকে কিনে কিনে খাচ্ছে বাহারী রংয়ের পিঠা। কানায় কানায় ভর্তি রাজকাচারী প্রাঙ্গন। পিঠা প্রেমিদের এক মিলন মেলার আয়োজনে সবার মধ্যে একটি উদ্দীপনা দেখা গিয়েছে। স্টলগুলোতে দেখা গিয়েছে নকশী পিঠা, চমচম, দুধ পুলি, পিঠা পুলি, দুধ চিতই, পাকন, মাশজিলাপী, মেরাপিঠা, তিলপিঠা, মালপোয়াসহ হরেক রকমের টক, ঝাল ও মিষ্টি পিঠা।

পিঠা উৎসব উদযাপন পরিষদের সভাপতি প্রভাষক ইমরান হোসেন এর সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভৈরব পৌর মেয়র আলহাজ্ব মো. ইফতেখার হোসেন বেনু।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, প্রয়াত রাষ্ট্রপতি আলহাজ্ব জিল্লুর রহমান এর একান্ত সচিব শাখাওয়াত উল্লাহ, পৌর আওয়ামী লীগ সভাপতি এসএম বাকী বিল্লাহ প্রমুখ।

এছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, দৈনিক প্রথম আলো নিজস্ব প্রতিবেদক সুমন মোল্লা, উপজেলা আওয়ামী লীগ স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. মিজানুর রহমান কবির, ভৈরব রিপোর্টার্স ক্লাব ও ইউনিটি সাধারণ সম্পাদক মো. আলাল উদ্দিন, ভৈরব চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি সহ-সভাপতি জাহিদুল হক জাবেদ, পৌর যুবলীগ সিনিয়র সহ-সভাপতি জিল্লুর রহমান, দৈনিক সমকাল ভৈরব প্রতিনিধি নজরুল ইসলাম রিপন, বিশিষ্ট সমাজসেবক সাংবাদিক ওয়াহিদা আমিন পলিসহ আমন্ত্রিত অতিথিবৃন্দ।

পিঠা উৎসবের পাশাপাশি মঞ্চে স্থানীয় শিল্পীদের দ্বারা কবিতা আবৃত্তি, নৃত্য, লোকগীতি, যন্ত্র সংগীতের মেলাবন্ধন, দর্শক পর্ব, মুখাভিনয়, পুতিপাঠের আসরসহ নাটক পরিবেশিত হয়। আজ রাত ৯টায় মঞ্চায়িত হবে খ্যাতির বিড়ম্বনা।

উল্লেখ্য, গত ২৬ জানুয়ারি বৃহস্পতিবার ভৈরব রাজকাচারী প্রাঙ্গনে তিন দিনব্যাপী এ পিঠা উৎসবের আয়োজন করা হয়। ভৈরব পিঠা উৎসব উদযাপন কমিটি নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন এ পিঠা উৎসবের আয়োজন করেন। পিঠা উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন, দেশ বরেণ্য কবি, বাংলা একাডেমির পুরস্কারপ্রাপ্ত কবি রহিম শাহ।

পিঠা উৎসব উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক আল আমিন নাজিরের সঞ্চালনায় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম সেন্টু, কিশোরগঞ্জ জেলা পরিষদ প্যানেল চেয়ারম্যান মো. জাকির হোসেন কাজল, উপজেলা বিএনপি সভাপতি রফিকুল ইসলাম, পৌর আওয়ামী লীগ সভাপতি এসএম বাকী বিল্লাহ, সাধারণ সম্পাদক আতিক আহমেদ সৌরভ, ভৈরব প্রেসক্লাব সিনিয়র সহ-সভাপতি আসাদুজ্জামান ফারুক, দৈনিক প্রথম আলো নিজস্ব প্রতিবেদক সুমন মোল্লা, রিপোর্টার্স ক্লাব ও ইউনিটি সাধারণ সম্পাদক মো. আলাল উদ্দিন, সাংবাদিক নজরুল ইসলাম রিপন, ভৈরব চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি সহ-সভাপতি জাহিদুল ইসলাম জাবেদ, পৌর যুবলীগ সিনিয়র সহ-সভাপতি জিল্লুর রহমান প্রমুখ।