কিশোরগঞ্জের মিঠামইনে বার্ষিক পুষ্টি কর্মপরিকল্পনা প্রণয়ন বিষয়ে কর্মশালা অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক

নতুনের সাথে আমরা

প্রকাশিত : ১১:৩৭ এএম, ৩১ জানুয়ারি ২০২৩ মঙ্গলবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

কিশোরগঞ্জের মিঠামইনে বার্ষিক পুষ্টি কর্মপরিকল্পনা প্রণয়নে কর্মশালা ও উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয়ের সম্মেলন কক্ষে গতকাল সোমবার (৩০ জানুয়ারি) এ কর্মশালা ও সভা অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন মিঠামইন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আব্দুল্লাহ আল সাফি।

কর্মশালায় বক্তব্য রাখেন, সহকারী পুলিশ সুপার সামুয়েল সাংমা, মুক্তিযোদ্ধা আবদুল হক সরকারি কলেজের অধ্যক্ষ ফারুক আহম্মেদ সিদ্দিকী, মিঠামইন থানার ওসি কলিন্দ্র নাথ গোলদার, জেলা পুষ্টি সমন্বয়কারী রেদওয়ান আহম্মদ, উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. শহিদুল্লাহ, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. সিরাজুল ইসলাম, ডা. সুমিত রায়, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. মামুন মজুমদার, শিক্ষক আহসান হাবিব, উপজেলা জনস্বাস্থ্য প্রকোশলী মো. আলিম, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. আনজুমান ইসলাম, ডা. মোহাম্মদ আলী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোল্লা খলিলুর রহমান, পপি’র প্রজেক্ট অফিসার সাকাউদ্দিন সুজন প্রমুখ।

কর্মশালা সঞ্চালনায় ছিলেন পরিসংখ্যানবিদ মো. আলমগীর হোসেন।

এতে ইমাম, সাংবাদিকসহ উপজেলা সরকারি দপ্তরের বিভিন্ন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।