মানবতাবিরোধী অপরাধ : মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াত কর্মী আব্দুল মজিদ গ্রেফতার

নিউজ ডেস্ক

নতুনের সাথে আমরা

প্রকাশিত : ০৯:১৬ পিএম, ২ ফেব্রুয়ারি ২০২৩ বৃহস্পতিবার

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

মানবতাবিরোধী অপরাধের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কর্তৃক মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াত কর্মী আব্দুল মজিদ ওরফে মজিদ মাওলানাকে গ্রেফতার করেছে র‍্যাব। গতকাল বুধবার রাতে মাদারীপুর থেকে তাকে গ্রেফতার করা হয়।

র‌্যাব-৩ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, মৃত্যুদণ্ডপ্রাপ্ত যুদ্ধাপরাধী জামায়াত কর্মী আব্দুল মজিদ দীর্ঘদিন পলাতক ছিলেন। এ বিষয়ে রাজধানীর কারওয়ান বাজারে র‌্যাব মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে।

র‌্যাব সূত্র জানায়, মজিদ মাওলানাসহ নেত্রকোণার পূর্বধলা উপজেলার ৭ আসামি ১৯৭১ সালে বাড়হা গ্রামের আব্দুল খালেককে গুলি করে হত্যা করে লাশ কংস নদীতে ভাসিয়ে দেয়। ২০১৩ সালে তাদের বিরুদ্ধে মামলা করেন আব্দুল খালেকের ছোট ভাই আব্দুল কাদের।

এছাড়া মজিদ ও তার সহযোগীদের বিরুদ্ধে হত্যা, গণহত্যা, অপহরণ, নির্যাতন, লুট, অগ্নিসংযোগ, ধর্ষণসহ মানবতাবিরোধী অপরাধের ৭টি অভিযোগ ছিল। তাদের বিরুদ্ধে আটজন নিরীহ মানুষকে অপহরণের পর হত্যা, তিনটি বাড়ির মালামাল লুট, আটটি ঘরে অগ্নিসংযোগ ও একজনকে ধর্ষণের অভিযোগ রয়েছে।

মজিদ মাওলানা মুক্তিযুদ্ধের পরবর্তী সময়ে জামায়াতের রাজনীতির সঙ্গে জড়িত হন।