প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমাদের উৎপাদন খাত বেশ সমৃদ্ধ: নেত্রকোণা জেলা প্রশাসক

অনলাইন ডেস্ক

নতুনের সাথে আমরা

প্রকাশিত : ০২:৪৬ পিএম, ৩ ফেব্রুয়ারি ২০২৩ শুক্রবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

নেত্রকোণা ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক) জেলা কার্যালয় মিলনায়তনে গতকাল বৃহস্পতিবার ৫ দিনব্যাপী শিল্পোদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষন কোর্সের উদ্ধোধন করা হয়েছে। 

বিসিক জেলা কার্যালয়ের উপ-ব্যবস্থাপক মো. আক্রাম হোসেনের সভাপতিত্বে প্রশিক্ষন কোর্সে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ। এ সময় জেলা প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তা ও বিসিক শিল্পনগরীর কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তৃতায় জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমাদের উৎপাদন খাত বেশ সমৃদ্ধ। ২০৪১ সালের মধ্যে স্মাট বাংলাদেশ গড়ে তোলার লক্ষে শিল্পোদ্যোক্তাদের অগ্রনী ভুমিকা পালন করতে হবে। জেলা প্রশাসনের পক্ষ থেকে সকল শিল্প উদ্যোক্তাদের সহযোগিতা প্রদান করা হবে।