লন্ডনে আটকে আছে ছাত্রদলের ভবিষ্যৎ

নিউজ ডেস্ক

নতুনের সাথে আমরা

প্রকাশিত : ০৬:৪৭ পিএম, ৪ ফেব্রুয়ারি ২০২৩ শনিবার

লন্ডনে আটকে আছে ছাত্রদলের ভবিষ্যৎ

লন্ডনে আটকে আছে ছাত্রদলের ভবিষ্যৎ

বিএনপির অঙ্গসংগঠন ছাত্রদল বিগত ১৪ বছরে নানা অপকর্মে জড়িয়ে নিজেদের সুনাম ধরে রাখতে পারেনি। বড় কোনো আন্দোলনও গড়ে তুলতে পারেননি সংগঠনটির নেতারা। এমনকি আন্দোলনে বিএনপিকে সহায়তা করতেও দেখা যায়নি তাদের। বর্তমানে ছাত্রদল আটকে আছে লন্ডনে। তারেক রহমানের সিদ্ধান্তের ওপর নির্ভর করছে সংগঠনটির ভবিষ্যৎ।

ছাত্রদলের নেতৃত্বের বিরুদ্ধে নানা অভিযোগ নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশের মাঝেই দীর্ঘ সাড়ে ৬ বছর পর বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন সাবেক ছাত্রদল নেতা রকিবুল ইসলাম বকুল। এরপরই ছাত্রদলের কমিটি ভেঙে দেওয়ার গুঞ্জন শোনা যাচ্ছে।

জানা গেছে, ছাত্রদল নেতাদের আমলনামা নিয়ে রকিবুল ইসলাম বকুলকে লন্ডনে ডেকেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সপ্তাহখানেক আগে লন্ডন গেছেন বকুল। এখন তার দেশে ফিরে আসার অপেক্ষায় আছেন ছাত্রদলের নেতাকর্মীরা। লন্ডন থেকে কী নির্দেশনা দেন তারেক রহমান- তা জানতে উদগ্রীব হয়ে আছেন তারা।

নাম প্রকাশে অনিচ্ছুক ছাত্রদলের এক সহ-সভাপতি বলেন, ছাত্রদলে সমন্বয়হীনতা, স্বেচ্ছাচারিতা, পছন্দের ব্যক্তিদের প্রাধান্য দেওয়া, সিনিয়র-জুনিয়র না দেখা, অপ্রত্যাশিত লোকদের কমিটিতে স্থান দেওয়া- ইত্যাদি বিষয়ে অনেক নেতাকর্মীর অসন্তোষ রয়েছে। এসব বিষয়ে তারেক রহমানের সিদ্ধান্ত জানতেই লন্ডন গেছেন বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল। আমরা তার ফিরে আসার অপেক্ষায় আছি। তিনি আসার পরই হয়তো ছাত্রদলে অনেক পরিবর্তন আসতে পারে।

তিনি আরো বলেন, আমরা মূলত তারেক রহমানের নির্দেশের অপেক্ষায় আছি। এমনও হতে পারে তিনি ছাত্রদলের কেন্দ্রীয় কমিটি ভেঙে দেবেন অথবা নেতৃত্বে পরিবর্তন আনতে পারেন। তারেক রহমান কী সিদ্ধান্ত দেবেন তা শুধু তিনিই জানেন। তার সিদ্ধান্তের ওপরই ছাত্রদলের ভবিষ্যৎ কর্মকাণ্ড নির্ভর করছে।