কবিতা: আস্থাদের ভুলে গেলে

আবু আফজাল সালেহ

নতুনের সাথে আমরা

প্রকাশিত : ১২:৪০ পিএম, ১৩ মার্চ ২০২৩ সোমবার

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

বৃষ্টিরা ছেড়ে গেল হঠাৎই
আমাকে না জানিয়েই
এক পাখি বলে গেল জনান্তিকে কিছু কথা।

শোনা কথায় সরিয়ে নিলে মন
আড়াল করেছ উদার
যেন ঢেকে দিলে আকাশ
ছেঁড়াখোঁড়া মেঘে গেল ঢেকে অতঃপর।

পোড়খাওয়া কষ্টগুলোকে এক নিমিষেই তুচ্ছ করলে!
তোমার কপালের আস্থার ছাপগুলো ভুলে গেলে এত সহজেই!

তবুও জ্যোৎস্নাভাঙা চুম্বন তোমার গালে।