গণহত্যা দিবসকে স্মরণে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে মোমবাতি প্রজ্বলন

নিউজ ডেস্ক

নতুনের সাথে আমরা

প্রকাশিত : ১১:৪৯ এএম, ২৬ মার্চ ২০২৩ রোববার

গণহত্যা দিবসকে স্মরণে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে মোমবাতি প্রজ্বলন

গণহত্যা দিবসকে স্মরণে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে মোমবাতি প্রজ্বলন

১৯৭১ সালের ২৫ মার্চ কালরাত্রি ও গণহত্যা দিবসকে স্মরণ করে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) মোমবাতি প্রজ্বলন ও স্ক্রল পেইন্টিং অঙ্কন করা হয়েছে। শনিবার রাতে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে চারুকলা অনুষদের শিক্ষার্থীদের উদ্যোগে এ স্ক্রল পেইন্টিং অঙ্কন ও মোমবাতি প্রজ্বলন করা হয়। এসময় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ১ মিনিটের জন্য অন্ধকারাচ্ছন্ন করা হয়।

বিশ্ববিদ্যালয়ের পক্ষে মোমবাতি প্রজ্বলন করেন প্রধান অতিথি হিসেবে উপাচার্য অধ্যাপক ড. মো ইমদাদুল হক। এসময় চারুকলা অনুষদের শিক্ষার্থীদের উদ্যোগে ২৫ মার্চ কালরাত্রিকে স্বরণ করে একটি বিশাল স্ক্রল পেইন্টিং অঙ্কন করা হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. কামালউদ্দীন আহমদ। আরও উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মোস্তফা কামাল, বেগম ফজিলাতুন্নেসা মুজিব হলের প্রভোস্ট, বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা।