নেত্রকোণা জেলার পূর্বধলায় নানা আয়োজনে মহান স্বাধীনতা দিবস পালিত

অনলাইন ডেস্ক

নতুনের সাথে আমরা

প্রকাশিত : ০৫:৩৯ পিএম, ২৬ মার্চ ২০২৩ রোববার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

নেত্রকোণার পূর্বধলায় রোববার (২৬ মার্চ ) বর্ণাঢ্য কর্মসূচির মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় উপজেলা প্রশাসনের উদ্যোগে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে।

উপজেলা পরিষদ চত্বরে সূর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসটির শুভ সূচনা হয়।

অন্যান্য কর্মসূচীর মধ্যে রয়েছে জাতীয় পতাকা উত্তোলন, উপজেলা পরিষদ চত্বরে স্থাপিত মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এছাড়াও দিনব্যাপী অন্যান্য অনুষ্ঠান মালার মধ্যে রয়েছে কুচকাওয়াজ ও ডিসপ্লে প্রদর্শনী অনুষ্ঠান, উপজেলার ৬শত শহীদ মুক্তিযোদ্ধা পরিবার ও বীর মুক্তিযোদ্ধাগণের সংবর্ধনা দেওয়া হয়েছে। এছাড়া আলোচনা সভা, মহিলাদের ক্রীড়া অনুষ্ঠান, মসজিদে বিশেষ দোয়া, মন্দির সহ অন্যান্য উপাসনালয় গীর্জা ও প্যাগোডায় বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়।

এসময় মুক্তিযোদ্ধ স্মৃতি স্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন পূর্বধলা উপজেলা প্রশাসন, পূর্বধলা উপজেলা পরিষদ, পূর্বধলা মুক্তিযোদ্ধা সংসদ, উপজেলা আওয়ামী লীগ, পূর্বধলা উপজেলা যুবলীগ, পূর্বধলা উপজেলা স্বেচ্ছাসেবক লীগসহযোগী সংগঠনসমূহ, পূর্বধলা প্রেসক্লাব, পূর্বধলা আনসার ভিডিপি, পূর্বধলা উপজেলা বঙ্গবন্ধু ফাউন্ডেশন, পূর্বধলা রিপোর্টার্স ক্লাব, বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতি পূর্বধলা উপজেলা শাখা, পূর্বধলা স্বাধীনতা স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক পরিষদ, পূর্বধলা পল্লী বিদ্যুৎ সমিতি, পূর্বধলা স্বাস্থ্য কমপ্লেক্স বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও এর সহযোগী সংগঠন, বিভিন্ন সামাজিক সংগঠন, সাংস্কৃতিক সংগঠন, বিভিন্ন স্কুল, কলেজ, মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ পুষ্পস্তবক অর্পন করে শ্রদ্ধা জানান।