নেত্রকোণার মদনে চায়না দুয়ারী জাল জব্দ করে পুরিয়ে দিয়েছে উপজেলা প্রশাসন

অনলাইন ডেস্ক

নতুনের সাথে আমরা

প্রকাশিত : ০৫:১৫ পিএম, ৩০ মার্চ ২০২৩ বৃহস্পতিবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

দেশীয় প্রজাতির ছোট মাছ রক্ষায় মদন উপজেলা কাইটাইল বাজারে পরিবহন চলা কালে গোপন সংবাদের ভিত্তিতে ১৪ টি চায়না দুয়ারী জাল জব্দ করা হয়েছে।

আটকের তথ্যের সততা নিচ্ছিত করে মদন উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ কামরুল হাসান জানান, উপজেলার প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তর বিশেষ অভিযান পরিচালনা করে চায়না দুয়ারী জাল জব্দ করা হয়েছে। যার আনুমানিক মূল্য হবে ৫০ হাজার টাকা। আটকের পর উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তানজিনা শাহরীন মোবাইল কোর্ট পরিচালনা করে আরও ৩ হাজার টাকা জরিমানা করে। পরে উপজেলা পাবলিক হল মাঠে জব্দ করা চায়না দুয়ারী ১৪ টি জাল পুড়িয়ে ফেলা হয়।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ কামরুল হাসান,পুলিশ সদস্য উপজেলা আনসার ভিডিপির কমান্ডার ও গণমাধ্যম কর্মী গণ।