কবিতা: মায়ের সঙ্গে ফোনে কথা হলে

মাঈন উদ্দিন আহমেদ

নতুনের সাথে আমরা

প্রকাশিত : ০৪:৩৭ পিএম, ১৫ মে ২০২৩ সোমবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

খালি জিজ্ঞেস করেন—
‘আবার ছুটি পাবি কবে?
ছুটি পাইলে আহিস!’
আমি কিছুই না বলে—
তাকিয়ে থাকি ক্যালেন্ডারের দিকে।
হিসেব করতে থাকি—
আমার আর মায়ের মধ্যে
দূরত্ব আর কত দিনের!