দেশে করোনায় কারো মৃত্যু নেই, কমল শনাক্ত

হেলথ ডেস্ক

নতুনের সাথে আমরা

প্রকাশিত : ০৫:১১ পিএম, ১৬ মে ২০২৩ মঙ্গলবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

করোনায় আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে কোনও মৃত্যুর তথ্য পাওয়া যায়নি। তবে এই সময়ে নতুন করে আরও ২০ জনের আক্রান্ত হওয়া তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর।

মঙ্গলবার (১৬ মে) বিকেলে অধিদফতর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয় নতুন আক্রান্তদের নিয়ে করোনায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ৩৮ হাজার ৫১৭ জনে।

এতে আরও বলা হয়, সারাদেশে সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় ৮৮৫টি ল্যাবে ২৪ ঘণ্টায় মোট নমুনা সংগ্রহ করা হয়েছে এক হাজার ৮৬টি এবং পরীক্ষা করা হয়েছে এক হাজার ৭৯টি। এ পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে এক কোটি ৫৪ লাখ ছয় হাজার ৪৮৩টি।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছেন ৮ জন। এ নিয়ে এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ২০ লাখ পাঁচ হাজার ৯৪৮ জন।

অধিদফতরের তথ্য মতে, ২০২০ সালের ৮ মার্চ দেশে করোনা ভাইরাসের প্রথম রোগী শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ করোনায় আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়। এখন পর্যন্ত করোনায় মোট ২৯ হাজার ৪৪৬ জনের মৃত্যু হয়েছে।