কবিতা পর্ব : ভালো থেকো

জান্নাতুল নাঈম

নতুনের সাথে আমরা

প্রকাশিত : ০১:০১ পিএম, ২৩ মে ২০২৩ মঙ্গলবার

ফাইল ছবি

ফাইল ছবি

তুমি তো জানো না
কতটুকু ব্যথার পর আমি ফিরে এসেছি
কত অশ্রুজলের স্রোতে ভেসেই তোমার নাম ভাসিয়েছি
কত রাত জাগার পর যুদ্ধ করেই আরামে ঘুমাচ্ছি
প্রত্যাখ্যানের কাছে তোমাকে রেখে,
আমি শূন্যতায় ফিরে এসেছি

তুমি তো জানো না
কতটা স্নায়ুযুদ্ধ করে নিজেকে থামিয়েছি
কতকাল ধরে তোমার নামে শ্রাবণ হয়ে আজি থেমেছি
কান্নাদের বুকে চেপেই তোমার সম্মুখে হেসেছি
মুক্ততায় তোমায় ছেড়ে দিয়ে,
আমি নিজের কাছেই ফিরে এসেছি।

তুমি ভালো থেকো
আজ থেকে আমি আর কোথাও নেই
শেষ চিঠি তোমার দুয়ারে কড়া নাড়ছে
তুমি তা গ্রহণ করো।