কিশোরগঞ্জের কুলিয়ারচরে বঙ্গবন্ধুর “জুলিও কুরি” শান্তি পদক প্রাপ্তির ৫০ বছর পূর্তি উদযাপন

অনলাইন ডেস্ক

নতুনের সাথে আমরা

প্রকাশিত : ০৮:৪৩ পিএম, ২৮ মে ২০২৩ রোববার | আপডেট: ০৮:৫৪ পিএম, ২৮ মে ২০২৩ রোববার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

কিশোরগঞ্জের কুলিয়ারচরে বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর “জুলিও কুরি” শান্তি পদক প্রাপ্তির ৫০ বছর পূর্তির সুবর্ণ জয়ন্তী উদযাপন করা হয়।

এ উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে ২৮ মে রোববার সকালে বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা, সংস্কৃতি অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ করা হয়।

র‌্যালিতে অংশগ্রহণ করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব ইয়াছির মিয়া, উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া ইসলাম লুনা, কুলিয়ারচর থানা অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ গোলাম মোস্তুফা, উপজেলা পরিষদ ভাইস-চেয়ারম্যান সৈয়দ নূরে আলম, জেলা পরিষদ সদস্য আব্দুস সাত্তার মাস্টার, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আলহাজ্ব মো. জিল্লুর রহমান ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. আলতাফ হোসেনসহ সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

র‌্যালি শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া ইসলাম লুনা’র সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব ইয়াছির মিয়া।

আলোচনা সভা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ করা হয়।