রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষায় উপস্থিতি ৮৬ শতাংশ

নিউজ ডেস্ক

নতুনের সাথে আমরা

প্রকাশিত : ০৫:৪০ পিএম, ২৯ মে ২০২৩ সোমবার

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষায় উপস্থিতি ৮৬ শতাংশ

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষায় উপস্থিতি ৮৬ শতাংশ

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ২০২২-২৩ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষের ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। বিজ্ঞান অনুষদভুক্ত এই ইউনিটের ভর্তি পরীক্ষায় উপস্থিতির হার ৮৬ শতাংশ।

সোমবার (২৯ মে) বিকালে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতরের প্রশাসক অধ্যাপক প্রদীপ কুমার পাণ্ডে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানানো হয়েছে। 

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সোমবার ‘সি’ ইউনিটের পরীক্ষা সকাল ৯টা থেকে ১০টা পর্যন্ত গ্রুপ-১; বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত গ্রুপ-২; দুপুর ১টা থেকে ২টা পর্যন্ত গ্রুপ-৩ ও বিকেল সাড়ে ৩টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত গ্রুপ-৪ এর পরীক্ষা অনুষ্ঠিত হয়।

বিজ্ঞান, কৃষি, প্রকৌশল, জীববিজ্ঞান, ভূ-বিজ্ঞান, ফিশারীজ ও ভেটেরিনারি অ্যান্ড এনিমেল সায়েন্সেস অনুষদের ২৬টি বিভাগ এই ইউনিটভুক্ত। ইউনিটের চার গ্রুপের প্রতিটিতে নিবন্ধিত পরীক্ষার্থী ছিল ১৮ হাজার ৫৭৪ জন করে মোট ৭৪ হাজার ২৯৬  জন। পরীক্ষাসমূহে উপস্থিতির শতকরা হার প্রায় ৮৬ শতাংশ।