ইস্তাম্বুল বিজয়ের ৫৭০তম বার্ষিকী উদযাপন

নিউজ ডেস্ক

নতুনের সাথে আমরা

প্রকাশিত : ১১:১৪ এএম, ৩০ মে ২০২৩ মঙ্গলবার

ইস্তাম্বুল বিজয়ের ৫৭০তম বার্ষিকী উদযাপন

ইস্তাম্বুল বিজয়ের ৫৭০তম বার্ষিকী উদযাপন

বিশ্বখ্যাত স্থাপত্য নিদর্শন আয়া সোফিয়ায় ইতিহাস-ঐতিহ্য ও মুসলিম সংস্কৃতির রাজধানী ইস্তাম্বুল শহর বিজয়ের ৫৭০তম বার্ষিকী উদযাপিত হয়েছে।

গতকাল সোমবার এ উপলক্ষে মসজিদের নামাজের পর বিশেষ দোয়া ও জিকির অনুষ্ঠিত হয়। দিবসটি উপলক্ষে শুভেচ্ছা জানান দেশটির সদ্য নির্বাচিত প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। 

জানা যায়, সোমবার আয়া সোফিয়া গ্র্যান্ড মসজিদে অনুষ্ঠিত ফজরের নামাজে অংশ নিতে দূর-দূরান্ত থেকে মুসল্লিরা আসেন।

এতে দেশটির ধর্ম বিষয়ক প্রধান শায়খ ড. আলি ইরবাশ ও স্বরাষ্ট্রমন্ত্রী সুলেমান সোইলুসহ সরকারের উচ্চপদস্থা কর্মকর্তারাও তাতে অংশ নেন। শুভেচ্ছা বার্তায় এরদোয়ান বলেন, ইস্তাম্বুল বিজয়ের ৫৭০তম বার্ষিকী উপলক্ষে সবাইকে শুভেচ্ছা। ইতিহাসে খোদাই করে লেখা হয়েছে, আনাতোলিয়া সব সময় তুর্কিদের মাতৃভূমি হিসেবে থাকবে। আমি সুলতান দ্বিতীয় মেহমেদ ও তার বীর সেনাদের শ্রদ্ধাভরে স্মরণ করছি, যিনি মহানবী (সা.)-এর সুসংবাদ অর্জন করেছিলেন এবং নতুন যুগের সূচনা করেছিলেন ও একটি যুগের অবসান ঘটিয়েছেন।