রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন, উপস্থিতি ৮৫.৫৩ শতাংশ

নিউজ ডেস্ক

নতুনের সাথে আমরা

প্রকাশিত : ১০:২৬ পিএম, ৩০ মে ২০২৩ মঙ্গলবার

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন, উপস্থিতি ৮৫.৫৩ শতাংশ

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন, উপস্থিতি ৮৫.৫৩ শতাংশ

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ২০২২-২৩ সেশনে স্নাতক প্রথমবর্ষে ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে। এই ইউনিটে উপস্থিতির হার ৮৫.৩৫ শতাংশ। মঙ্গলবার বিকেলে তথ্যটি জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ডিন অধ্যাপক ইলিয়াস হোসেন।

তিনি জানান, চার শিফটে ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে। এতে উপস্থিত সংখ্যা ৬২ হাজার ৩৬২ জন। মোট আবেদনকারী ছিল ৭২ হাজার ৫০ জন। উপস্থিতির হার ৮৫.৫৩ শতাংশ।

জানা গেছে, প্রতিদিন ১০০ নম্বরের বহুনির্বাচনী প্রশ্নোত্তরে শিক্ষার্থীদের মেধার মূল্যায়ন করা হবে। চারটি ভুলের জন্য ১ নম্বর করে কাটা যাবে। ন্যূনতম পাস নম্বর ৪০।