চা দিবসে ৮ ক্যাটাগরিতে সম্মাননা দিবেন বাণিজ্যমন্ত্রী

নিউজ ডেস্ক

নতুনের সাথে আমরা

প্রকাশিত : ০৯:০০ পিএম, ৩ জুন ২০২৩ শনিবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

৪ জুন জাতীয় চা দিবস। এ উপলক্ষে আগামীকাল রোববার (৪ জুন) চায়ের রাজধানী শ্রীমঙ্গলে অবস্থিত বাংলাদেশ চা গবেষণা ইনস্টিটিউট (বিটিআরআই) বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি আট ক্যাটাগরিতে প্রতিষ্ঠান এবং ব্যক্তির হাতে বিশেষ সম্মাননা তুলে দেবেন।

বাংলাদেশ চা বোর্ডের সহযোগী প্রতিষ্ঠান প্রকল্প উন্নয়ন ইউনিটের (পিডিইউ) পরিচালক ড. এ কে এম রফিকুল হক শনিবার (৩ জুন) এ তথ্য জানান।

তিনি বলেন, দেশের চা শিল্পের বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ বাণিজ্য মন্ত্রণালয় এবং বাংলাদেশ চা বোর্ডের যৌথ উদ্যোগে প্রথমবারের মতো ‘জাতীয় চা পুরস্কার’ দেওয়া করা হবে।  

রোববার সকাল ১০টায় বিটিআরআই উচ্চ বিদ্যালয় মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হবে। আট ক্যাটাগরিতে সাতটি প্রতিষ্ঠান এবং একটি ব্যক্তি পর্যায়ে এ পুরস্কার দেওয়া হবে।

ক্যাটাগরির প্রসঙ্গ উল্লেখ করে তিনি বলেন, যে আটটি ক্যাটাগরিতে পুরস্কার দেওয়া হবে, সেগুলো- একর প্রতি সর্বোচ্চ উৎপাদনকারী চা বাগান, সর্বোচ্চ গুণগত মানসম্পন্ন চা উৎপাদনকারী বাগান শ্রেষ্ঠ চা রপ্তানিকারক, শ্রেষ্ঠ ক্ষুদ্রায়তন চা উৎপাদনকারী, শ্রমিক কল্যাণের ভিত্তিতে শ্রেষ্ঠ চা বাগান, বৈচিত্র্যময় চা পণ্য বাজারজাতকরণের ভিত্তিতে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান/কোম্পানি, দৃষ্টিনন্দন ও মানসম্পন্ন চা মোড়কের ভিত্তিতে শ্রেষ্ঠ চা প্রতিষ্ঠান/কোম্পানি এবং শ্রেষ্ঠ চা পাতা চয়নকারী (ব্যক্তি/শ্রমিক)।

চা শিল্পের অগ্রযাত্রাকে আরও বেগবান ও অনুপ্রাণিত করার লক্ষ্যে জাতীয় চা পুরস্কার দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং চলতি বছর এই মহৎ আয়োজনটির ভেন্যু রাখা হয়েছে শ্রীমঙ্গলকে বলে জানান তিনি।

জাতীয় চা দিবস উপলক্ষে এবং শ্রীমঙ্গলে বাণিজ্যমন্ত্রীর সফলকে ঘিরে শ্রীমঙ্গল শহরের বধ্যভূমি ৭১ এর সম্মুখ হতে বিটিআরআই পর্যন্ত প্রায় তিন কিলোমিটার পথ সুসজ্জিত করা হয়।

চা বিষয়ক নানান ঐতিহাসিক আলোকচিত্র এবং চা শিল্পকে বিকশিত করার বিভিন্ন অনুপ্রেরণামূলক স্লোগান সম্বলিত নানা রঙের ফেস্টুন ও বিলবোর্ড টানানো হয়েছে।

বাংলাদেশ চা বোর্ড সূত্র জানায়, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ৪ জুন ১৯৫৭ সালে বাংলাদেশ চা বোর্ডের প্রথম বাঙালি চেয়ারম্যানের পদ অলংকৃত করেন। পরবর্তীতে বাংলাদেশের প্রধানমন্ত্রী থাকাকালে তিনি দেশের চা শিল্পে অসামান্য অবদান রাখেন। চা শিল্পে জাতির পিতার অবদানকে অবিস্মরণীয় করে রাখতে প্রতিবছর ৪ জুন জাতীয় চা দিবস পালন করা হয়।