ঢাকা, শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

অতীতের কোনো সরকার শিক্ষা নিয়ে এত ভাবেনি

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৮:১০, ৪ ফেব্রুয়ারি ২০২৩  

অ্যাডভোকেট কামরুল ইসলাম

অ্যাডভোকেট কামরুল ইসলাম

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম এমপি বলেছেন, অতীতের কোনো সরকার শিক্ষা নিয়ে এত ভাবেনি। এখন শিক্ষার্থীরা বছরের প্রথম দিনেই নতুন বই পেয়ে যায়।

শনিবার (৪ ফেব্রুয়ারি) সকালে কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয় ও কলেজের ভবন উদ্বোধন ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি একথা বলেন। 

তথ্যপ্রযুক্তির সব ধরনের সুবিধা পাচ্ছে শিক্ষার্থীরা- এ কথা উল্লেখ করে কামরুল ইসলাম বলেন, মোবাইলের ভালো দিকগুলো ব্যবহার করতে হবে। এ সময় তিনি তথ্যপ্রযুক্তির নেতিবাচক দিক পরিহার করার আহ্বান জানান।

 

তিনি বলেন, ডিজিটাল বাংলাদেশের পর স্মার্ট বাংলাদেশ গড়তে কাজ করছে সরকার।

লেখাপড়ার পাশাপাশি ক্রীড়া ও সংস্কৃতি চর্চারও আহ্বান জানান অ্যাডভোকেট কামরুল ইসলাম। 

আওয়ামী লীগের এই নেতা বলেন, যারা সংবিধান সংশোধনের নামে জিয়া-এরশাদের আমলে ফিরে যেতে চায়, তাদের বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।

সর্বশেষ
জনপ্রিয়