ঢাকা, বৃহস্পতিবার   ১৮ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৫ ১৪৩১

আল হিলালের পথে মেসি!

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ১৯:০৯, ৩ জুন ২০২৩  

লিওনেল মেসি

লিওনেল মেসি

আগামী ৩০ জুন ফরাসি ক্লাব পিএসজির সঙ্গে আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসির সর্ম্পকের ইতি ঘটতে যাচ্ছে। স্বাভাবিকভাবে প্রশ্ন উঠেছে মেসির পরবর্তী গন্তব্য কোথায়? সেখানে দুই ক্লাব বার্সেলোনা ও আল হিলালের নাম জোরেশোরে শোনা যাচ্ছে। তবে স্প্যানিশ গণমাধ্যম  ‘স্পোর্ত’ দাবি করছে, ‘সৌদি আরবের ক্লাব আল হিলালেই যাচ্ছেন মেসি। আনুষ্ঠানিক ঘোষণাও আসবে খুব শিগগিরই।’ 

স্প্যানিশ গণমাধ্যমটি তাদের প্রতিবেদনে আরও উল্লেখ করে, ৬ জুন মেসিকে সই করানোর ব্যাপারে আনুষ্ঠানিক ঘোষণা দিবে আল হিলাল। সৌদি ক্লাবটি এখন কেবলই মেসির চূড়ান্ত ‘হ্যাঁ’-র অপেক্ষায় রয়েছে। 

এদিকে, শুক্রবার (৩ জুন) বার্সেলোনার কোচ জাভি হার্নান্দেজ দাবি করেন, বার্সেলোনাতেই ফিরবেন মেসি। বার্সা কোচের দাবি অনুযায়ী, আগামী সপ্তাহেই নির্ধারণ হবে ৩৫ বছর বয়সী ফরোয়ার্ডের ভবিষ্যৎ।

এক সাক্ষাৎকারে বার্সেলোনা কোচ জাভি জানান, তিনি নিশ্চিত যে বার্সেলোনাতেই যোগ দেবেন মেসি। স্প্যানিশ এই কোচ বলেন, ‘মেসি নিজেও জানে যে  আমরা তাকে স্বাগত জানাতে প্রস্তুত আছি। এ ব্যাপারে কোনো কিছুই পরিবর্তন হয়নি। আমাদের এখনো সুযোগ আছে, আমরা তাকে চাই। আমাদের এখানে তাকে ফেরাতে আমরা প্রস্তুত আছি।’

সর্বশেষ
জনপ্রিয়