ঢাকা, শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

ব্ল্যাকহোলে বিলীন হওয়ার পথে বিএনপি

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১১:২০, ২৬ এপ্রিল ২০২৪  

ব্ল্যাকহোলে বিলীন হওয়ার পথে বিএনপি

ব্ল্যাকহোলে বিলীন হওয়ার পথে বিএনপি

মহাকাশের মহাজাগতিক বিস্ময় ব্ল্যাকহোল। আলোর মত মহাপরাক্রমশালী শক্তিকেও গিলে খেতে সক্ষম ব্ল্যাকহোল। পৃথিবীর চেয়ে হাজারগুণ বড় গ্রহকেও আনায়াসে গিলে হজম করে ফেলে ব্ল্যাকহোল। তেমনি ব্ল্যাকহোলের অন্ধকারে বিলীন হওয়ার পথে বিএনপিও।

দ্বাদশ সংসদ নির্বাচনের পর বিএনপি নতুন নতুন কর্মকৌশলের নামে নেতা-কর্মী-সমর্থকদের চাঙ্গা করার চেষ্টা করলেও ইতিমধ্যে দলের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠেছে, কর্মীরা জানতে চাইছেন, এসব কর্মসূচির শেষ কোথায়? মূলত ২০০৮ সালের নির্বাচনে ভরাডুবির পর থেকেই ব্যাকফুটে বিএনপি। পরবর্তী ৩টি নির্বাচনের দুটি বর্জন করেছে তারা, ২০১৮ সালের নির্বাচনে গিয়ে ইতিহাসের সবচেয়ে খারাপ ফল করেছে।

যদিও বিএনপির অনেক শীর্ষ নেতা পরবর্তীতে স্বীকার করেছেন, শুভাকাঙ্ক্ষীদের কথায় ২০১৪ সালের নির্বাচন বর্জন ছিল বড় ভুল। তাই দ্বাদশ সংসদ নির্বাচনে যেতে সরাসরি আহ্বান জানান ভাইস চেয়ারম্যান হাফিজউদ্দিন আহমেদ। দলত্যাগকারী আরেক ভাইস চেয়ারম্যান শাহজাহান ওমর নির্বাচনে গিয়ে বলেছেন, “আর কতবার নির্বাচনের বাইরে থাকব?” কর্মী-সমর্থকরাও ভেবেছিল শেষপর্যন্ত বিএনপি নির্বাচনে যাবে। কিন্তু তারেক রহমান ভুল সিদ্ধান্তের কারণে তৃণমূল এখন সিনিয়র নেতাদের কোনো কথাই শুনছে না।

সিটি ও উপজেলা নির্বাচনে আওয়ামী লীগ দলীয় প্রতীক দিচ্ছে না জেনেও বিএনপি নির্বাচনে যাচ্ছে না। বারবার সেই পুরনো রেকর্ড বাজিয়ে যাচ্ছে, সরকার পতনের পর নির্বাচনে যাবে। অথচ তৃণমূলের শত শত নেতা হাইকমান্ডের নির্দেশের তোয়াক্কা না করে সিটি ও উপজেলা নির্বাচনে অংশ নিয়েছে।

বিএনপির রাজনৈতিক ব্যর্থতা নতুন নয়। দেশের রাজনৈতিক ইতিহাসে বিএনপির নেতৃত্বের দৃষ্টান্ত নেই। পাকিস্তানি মতাদর্শে ক্যান্টনমেন্টে সৃষ্ট এই দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান ও তার কলঙ্কজনক ইতিহাস বাঙালি জানে। ২০০৮ সালের পর থেকে ক্ষমতা দখলের জন্য হরতাল অবরোধের নামে সহিংসতা করেই চলেছে বিএনপি। শত শত মানুষ পুড়িয়ে মেরেছে। সারাদেশে হাজার হাজার গাড়ি পুড়িয়েছে, পঙ্গু করেছে অসংখ্য মানুষকে। ফলে জনগণ এখন বিএনপির নাম শুনলেই ভয়ে আতকে ওঠে। রাজনৈতিক দল হিসেবে এর চেয়ে বড় ব্যর্থতা আর হতে পারে না। তাই সব মিলিয়ে বলাই যায়- ব্ল্যাকহোলে বিলীন হওয়ার পথে বিএনপি।

রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়