ঢাকা, শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

এশিয়া কাপের আগেই দিতে হবে বিশ্বকাপের স্কোয়াড

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ২১:২৪, ৬ আগস্ট ২০২৩  

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

এ মাসের শেষ দিকে শুরু হবে এশিয়া কাপ। এশিয়া কাপের পর পরেই হবে আইসিসি ওয়ানডে বিশ্বকাপ। আগামী ৫ অক্টোবর ভারতের মাটিতে বসছে এবারের আসর। এর মধ্যে আগামী ২৯ আগস্ট বিশ্বকাপের দল ঘোষণা করতে হবে- এমন নিয়ম বেধে দিয়েছে আর্ন্তজাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি)। অর্থাৎ টুর্নামেন্টে শুরু হওয়ার ৩৮ দিন আগেই বাংলাদেশেকেও বিশ্বকাপ দল ঘোষণা করতে হবে।

স্কোয়ার্ড ঘোষণা পর ইনজুরিজনিত সমস্যা কিংবা অন্য কোনো কারণে দলে পরিবর্তন আনতে পারবে বিশ্বকাপের দলগুলো। মূলত এ সময়টুকু সাপোর্টিভ পিরিয়ড হিসাবে গণ্য হবে। 

এ পিরিয়ড শেষ হবে বিশ্বকাপ শুরুর এক সপ্তাহ আগে অর্থাৎ আগামী ২৭ সেপ্টেম্বর পর্যন্ত। এরপরে দলে কোনো পরির্বতন করতে হলে আইসিসির টেকনিক্যাল কমিটির অনুমোদন প্রয়োজন হবে।

রোববারের এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে আইসিসি। চলতি বছরের ৫ অক্টোবর ইংল্যান্ড ও নিউজিল্যান্ডের মধ্যকার ম্যাচ দিয়ে শুরু পর্দা উঠবে এবারে বিশ্বকাপের।  আর বাংলাদেশের মিশন শুরু হবে আগামী ৭ অক্টোবর। আফগানিস্তানের বিপক্ষের ম্যাচ দিয়ে শুরু হবে ওয়ানডে বিশ্বকাপ।

সর্বশেষ
জনপ্রিয়