ঢাকা, বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

কবিতা: অন্তরালে ও সন্ধান

ফেরদৌস জান্নাতুল

প্রকাশিত: ১০:১৫, ৪ ফেব্রুয়ারি ২০২৩  

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

অন্তরালে

ঢাকনা খুলে দেখি নিজের চোখ
খোলসের গা জুড়ে ছোপ ছোপ অশ্রুকণায়,
ঝুলন্ত বিবেক চাবুক মারে;
যখন ছুটে বেড়াই এই শহরে।
কী এই মানবজনম!
অজানা আকুতির ভোরে পা বাড়িয়ে হাঁটি
ঘাসের বুক চিড়ে সবুজের হাহাকার শুনি

****

সন্ধান

পেছনে কাতরায় দিশাহীন ন্যাংটো বোধ,
কাঁধ কচলায় মস্ত হা-ওয়ালা পৃথিবী
রক্তচোখে কেবলি নেশা
ছুটে চলে আর খুঁটে মরে,
আমি হা করে চোখ বুজে কেবলি শুঁকি।

সর্বশেষ
জনপ্রিয়