ঢাকা, বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

কবিতা: একবার বলে দেখো

মুনীর আহমেদ সাহাবুদ্দীন

প্রকাশিত: ১২:২৬, ২ ফেব্রুয়ারি ২০২৩  

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

নদী ভালোবাসবে না আমাকে?
কী করবো বলো?
এখনো যে শুধু ভালোবাসতেই ইচ্ছে করে না,
ইচ্ছে করে পাহাড়-পর্বত ডিঙিয়ে তোমাকে একহাত দেখাই,
আমি পুরোনো হইনি!
আমার মুখের বলিরেখা দেখে যদি জানতে চাও, এখন কত সময়?
আমার আফসোসই হবে আমার জবাব।
আমি দুঃখিত নদী, আমার বন্ধ ঘড়ির সময়-অসময় নেই।
সেই কোনো একদিন তোমাকে ছুঁতে চেয়েও পারিনি।
আজ যদি তোমাকে আমার বুকে চেপে ধরে বলি,
‘আমি তোমার বীরপুরুষ, চলো আমার সাথে।’
হ্যালো মেয়ে, বিশ্বাস করবে আমার কথা?
আমার সাথে পথ হাঁটবে বাকি জীবন?
আমার ঘড়িতে এখনো নব্বই শুরু হয়নি।
একবার তোমার হাত ধরতে বলে দেখো,
আমি তোমাকে বলে দিচ্ছি,
সেই দিন প্রবল ভূমিকম্প হবে মাটিতে,
বিদীর্ণ হুঙ্কারে মুহুর্মুহু গর্জে উঠবে দিগ্বিদিক,
প্রলয়ংকরী ঝড়ে মেতে উঠবে পশ্চিমা আকাশ,
মৃত পাহাড় এক ফুৎকারে হঠাৎ জ্বলে উঠবে,
শুরু হবে প্রলয় বাসনার উদ্গীরণ।
লাভাস্রোত ছড়িয়ে পড়বে গ্রামের পর গ্রাম।
বুভুক্ষ দাবানল গ্রাস করবে একটার পর একটা বনাঞ্চল।
আমি তোমার হাত ধরার জবাবের চেয়ে আরও বেশি দিতে পারবো!
পাগলী মেয়ে, ভয় পেয়ো না।
আমার পথ চলার জন্য
তোমাকে শুধু একাই প্রয়োজন।

সর্বশেষ
জনপ্রিয়