ঢাকা, শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

কবিতা: তোমায় সামনে পেয়ে

জান্নাতুল নাঈম

প্রকাশিত: ১৫:০৫, ২৯ এপ্রিল ২০২৩  

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

তোমাকে দেখামাত্রই সব ভুলেছি
আমি কোথায় ছিলাম ভুলেছি
কোথাও যাবো তা-ও ভুলেছি
বাক্যেরা সব থেমে গিয়েছিল
আমার মস্তিষ্ক, মননজুড়ে কেবলি তুমি ছিলে
তোমায় সামনে পেয়ে পৃথিবীর সবই ভুলেছি।

তোমাকে দেখে আমি সব ভুলেছি
কী উদ্দেশ্যে এতদূর এসেছি তা-ও ভুলেছি
কোথায় যাবো কী করবো সব কিছুই ভুলেছি
ভীষণ ক্লান্ত শরীরের আমাকেও ভুলেছি
তোমার আধো মুখ ঘোরের দেওয়ালে এঁকে নিয়েছিলাম
তাই পথে শহরের সব দেওয়াল তোমায় দেখেছি।

ঘোর ভাঙতেই আষাঢ় জল সব আমার চোখে
জীবন আমাকেই সেই কবেই বলেছে-
তুমি আমার কেউ নও-
ভালো থেকো প্রথম প্রেমের প্রিয় ফুল
তোমার সব ভালো থাকায় যে আমি সুখী হবো।

সর্বশেষ
জনপ্রিয়