ঢাকা, বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

কবিতা: নদীর দেশ ও প্রশস্ত বুক

ফখরুল হাসান

প্রকাশিত: ১৪:১৯, ২০ এপ্রিল ২০২৩  

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

স্বর্ণালির জন্য নৌকা ও নদীর দেশ হচ্ছে প্রশস্ত বুক
বুকের গহীন নদীতে চলাফেরা করে নৌকা নিয়ে।
নিঃশব্দ কিন্তু প্রবল বেগে।
সূর্য পশ্চিম আকাশে ডুবে গেলে নৌকা ও নদী শান্ত
তখন কুপিবাতি ডাঙায় জ্বেলে দেয় কাঁপা কাঁপা হাতে
উথাল-পাথাল ভালোবাসার নিবিড় আবেগঘন মুহূর্তে,
পরস্পরের সংলাপে চলতো সম্পর্কের সমীকরণ।
সম্মুখে ভাবের দেওয়াল তৈরি করে নিশ্চুপ হয়ে যেত!
বাউণ্ডুলে প্রেমিক এটাকে প্রেমযুদ্ধের কৌশল ভাবতো।
দুই হাজার, ডিসেম্বরের দুই তারিখ হঠাৎ মৃত্যু হয়
নদীর দেশের বাউণ্ডুলে প্রেমিক ও প্রশস্ত বুকের।
খুন নাকি স্বাভাবিক মৃত্যু? স্বভাবতই কৌতূহল জাগে
সাধারণ গ্রামবাসী খুনের ব্যাপারে তথ্য আজও জানে না
অবশেষে নদীর প্রশস্ত বুকে পাওয়া যায় একটি চিরকুট।

সর্বশেষ
জনপ্রিয়