ঢাকা, শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

কবিতা: নীল-দিগন্ত ও শোনো, উত্তর দাও

আবু আফজাল সালেহ

প্রকাশিত: ১৪:০৩, ২২ ডিসেম্বর ২০২২  

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

নীল-দিগন্ত

নীল-দিগন্তের দিকে চোখ রাখলাম,
একজোড়া চিল, একঝাঁক শালিক
এলোমেলো মেঘ, একটু বৃষ্টি
ভাস্কর্য মূর্তি—একটি মানচিত্র
আমার কল্পনার কাছাকাছি।

আজ আমাকে নাড়া দেয়,
গ্রীষ্মের বাতাসের মতন
ঢেউয়ের সাগরের মতন।

****

শোনো, উত্তর দাও

এই যে মনমাধুরী, শোনো, উত্তর দাও
উদার আকাশের নিচে একাই থাকবে?

কাছে গেলে কি খুব ক্ষতি হবে তোমার?
খুব কাছে গেলে খুব রাগ করবে?

সর্বশেষ
জনপ্রিয়