ঢাকা, শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

কবিতা পর্ব: বহুদিন

রাইসুল এইচ চৌধুরী

প্রকাশিত: ১২:২৩, ১ ফেব্রুয়ারি ২০২৩  

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

বহুদিন একসাথে হাঁটা হয়নি
চোখাচোখি হয়নি বহুকাল
অবেলায় দাঁড়িয়ে থাকা অলস শালিকের মতো
দাঁড়িয়ে আছি যেন মহাকাল ধরে
হাঁটুগেড়ে বসে থাকা বিজন দুপুর
থেমে আছে যেন তোমার ঠোঁটের তিলকের ন্যায় আজন্মকাল।

বহুদিন পাশাপাশি বসা হয়নি
বসা হয়নি বেইলি রোড, ধানমন্ডি সাতাশ
কিংবা মধুর ক্যান্টিনে
তোমার আঙুলের মেহগনি স্পর্শ
পাওয়া হয়নি অযুত বছর ধরে
এক চিলতে রোদের মতো
শীতের উঠোন ছেড়ে
পালালে কোথায়!
ভেবে ভেবে একাকার জীবন-যৌবন।

বহুদিন রাখিনি চোখ
তোমার লাজুক চোখে
দেখিনি স্বপ্ন নিরেট প্রেমের আদলে
ব্যস্ত জীবনের নাভিশ্বাস মস্তিষ্ক
প্রসব করেনি কোনো ভালোবাসার উপাখ্যান।

বহুদিন কাঁদিনি আমি
তোমার অবিনাশী ভালোবাসার স্পর্শে
বহুদিন...

সর্বশেষ
জনপ্রিয়