ঢাকা, শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

কবিতা পর্ব : অন্ধকার শহর

আনিস ফারদীন

প্রকাশিত: ১৫:০৪, ৬ মে ২০২৩  

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

আলোর এই ঝলমলে শহর আলোহীন ঠেকে
মজ্জা মগজে বাজে নীল শোকের মাতম
হাহাকার ওঠে যেন পুরো শরীরজুড়ে।

আলোর ছটা হারিয়ে সামনে দাঁড়ায় অন্ধকার
নিকষ কালো, অর্বাচীন এক নিঃস্তব্ধতা
আলোয় আলোয় পূর্ণ শহর হয়ে যায় অচেনা।

চারদিকে শোরগোল, কত হইচই আর আনন্দ
অথচ কী সুনসান নীরবতা, নিঃশব্দ ঠেকে সব
কর্ণকুহর সব শুনেও নীরব, শব্দগুলো অর্থহীন।

সব সুখ ভুলে গিয়ে দুঃখের সাগরে ভেলা ভাসানো
বেদনার নীলে ডুবে ডুবে হতাশায় নিমজ্জিত যেন
আলোর শহরে শুধু আলো নয় কিছুটা অন্ধকারও।

সর্বশেষ
জনপ্রিয়