ঢাকা, বৃহস্পতিবার   ২৮ মার্চ ২০২৪ ||  চৈত্র ১৪ ১৪৩০

কবিতা পর্ব : আলাপন

জান্নাতুল নাঈম

প্রকাশিত: ১৪:১৬, ৩০ এপ্রিল ২০২৩  

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

ভরা দুপুরে একখানা চিঠি দিয়েছি
গভীরতর রাত্রিজুড়ে আলাপনে মেতেছি
গানে গানে অপ্রকাশ্যে বাক্য উড়িয়ে দিয়েছি
ভরা নদীর মতো কতো দুঃখ জমা রেখেছি
সুখের বাতায়ন সবটুকু জানিয়েছি
সংসার না হোক-
ভরা পাতে ডাল ভাতে নুন মরিচে জল ঢেলে না হোক
গভীরতর কান্নায় হাতের মুঠোতে তোমায় না পাওয়া হোক
তোমায় ভালোবাসি জানাতে পেরে এতটুকুনে সবটুকু পেয়েছি।

মধ্যরাতে তোমায় চিঠি দিয়েছি
অভিমানের ঘোরে তোমার সান্নিধ্য পেয়েছি
ছোট ছোট ছেলেমানুষি তোমার সঙ্গেই করেছি
তোমার সৌন্দর্যের বর্ণনা দ্বিধাহীন করেছি
তোমাকেই নিয়ে যত কবিতা রটিয়েছি
দরজার ওপাশে তোমার ক্লান্তি মুখ না দেখা হোক
গভীর রাতে চাঁদের আলোয় দুজনার আলাপন না হোক
সব অনুভূতি তোমাকে বলেই তোমায় পেয়েছি।

সর্বশেষ
জনপ্রিয়