ঢাকা, শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

কবিতা পর্ব : বধির শিল্পকলা

মাসুদ চয়ন

প্রকাশিত: ১৭:২৬, ৯ মে ২০২৩  

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

তোমার সাদাকালো চোখের আগুনে
অঙ্গার হয়ে ওঠে বোধ শিল্প;
তবুও বোধ জন্মায় ক্ষয়ে ক্ষয়ে—
হৃদয়ের অগাধ সাগরে নিতান্তই জন্ম নেয় বোধ—
আমি সেই বোধেই সারাক্ষণ বিচরণ করি,
জীবন ছুঁয়ে যায় কাব্য কথায়,
মনে হয় জলের স্বর্ণ আভা হৃদয়ে নিবাস বুনেছে—
মাঝে মাঝে কবিতার মুমূর্ষু প্রহর আসে—
শত প্রচেষ্টায়ও ডালপালা মেলতে পারে না—
শৈত্যশীর্ণ ডানার থরথর কম্পন পাহাড়ের মতো অটল স্থবির হয়ে রয়;
পৃথিবীকে নিথর পেন্ডুলাম বলে মনে হয়—
অবরুদ্ধতায় ঢাকা বুকপৃষ্টে অহমের তরল আগুন ধিক ধিক করে জ্বলে;
তোমার চোখের ভাষা পড়া যায় না কিছুতেই—
ওই সাদাকালো চোখের আগুনে অঙ্গার হয়ে ওঠে বোধ;
একদিন পৃথিবী ছেড়ে পালিয়ে যাবো বৃত্ত বহির্ভুত কাখৈ গ্রহে—
তোমার সাদাকালো চোখের আগুন কী ভীষণ তেজোদীপ্ত!
তার তুল্যতা এই ছায়াপথ গ্যালাক্সিতে নেই—
ব্ল্যাকহোল হয়ে হোয়াইটহোলে লীন হয়ে যাচ্ছি—
বাতাসের পালকিতে ভেসে এলো সোনালি রৌদ্র—
শৌখিন পাখিদের রাজ্য এখন তোমার চোখে—
সবুজ শৃঙ্খলে নিবিষ্ট দেহখানা এলিয়ে দিয়েছো বুনো রোদনে;
কত সহজে পড়ে নিলাম পৃথিবী বিস্তৃতির রূপ রস—
তোমায় পড়ে নেওয়া হলো না—
তোমার সাদাকালো চোখে শুধুই আগুন দেখেছি—
তুমি পূর্ণিমা রাতের নিষ্কলঙ্কিত উপমা—
এক কোটিবার সে আগুনে পুড়েছে বোধ
এ কি প্রেম নয় তবে!
নাকি উদবাস্তু কবিতার মতো চিরকালীন হাহাকার।।

সর্বশেষ
জনপ্রিয়