ঢাকা, বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

কবিতা পর্ব : বেলা অবেলা

গোলাম রববানী

প্রকাশিত: ১২:৫২, ৩ মে ২০২৩  

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

এই বেলাতে না হয় থাক, পর বেলাতেই এসো
ভেঙেচুরে চুরমার করে না হয় দুঃখজলে ভেসো
একফোঁটা অশ্রু অনলে একটি দিয়াশলাই জ্বেলো
নিভে গেলে যাক হৃদয় প্রদীপ আঁধারের মনঘরো

এই বেলাতে না হয় থাক, পর বেলাতেই এসো
সময়ের সাক্ষী হয়ে সূর্যাস্ত সূর্যোদয়ের মতো
যদি সুখগুলো উড়ে যায় অনন্ত সময়ের কোণায়
গিট বেঁধে দিয়ে যাবো মহাসাগর তরঙ্গের ডগায়

এই বেলাতে না হয় থাক, পর বেলাতেই কেঁদো
একরাত্রি আর গৃহদাহ বুকে নিয়ে পৃথিবীতে হেঁটো
যদি সময়ের চোখ থাকে থাক বিশ্বাসের ভরাচাঁদ
অলগ্ন আলোতে দেবত্ব ওথেলো অমরত্ব বরবাদ

এই বেলাতে না হয় থাক, পর বেলাতেই হেসো
বেদনাকে বলেছি কেঁদো না, হেলাল হাফিজ চলো
দুঃখের সারিন্দা গাঁথি সাগর নোনাজল পানির মতো
হৃদয়ের ঋণে যদি পাথর হৃদয় গলে পড়ে কোনো

সর্বশেষ
জনপ্রিয়